![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
আমি ভাবতাছি ঘটনা কী! প্রিয়রে দিলাম ঝাড়ি, আর ও দেখি আমার কোলে নাক, মুখ গুইজা লেপ্টাইয়া আছে!
আর ঝাড়ি না দিয়া উপায়ও নাই। যা পাবে তাই হয় আছাড় দিবে না হয় জানালা দিয়া বাইরে ফালাইয়া দিবো। মনটা একটু খারাপও হইলো। ভাবলাম, এত্তটুকুন পোলা, ঝাড়ি দেওযাতে মনে হয় মাইন্ড করছে।
টিভির রিমোট নিয়া লুকা্ইয়া রাখছিলাম আমার পিছনে। এরই মধ্যে দেখি রিমোট আবার প্রিয়'র হাতে! আসলে সে এতক্ষন আমারে জড়াইয়া ধইরা আমার পিছনে হাত নিয়া রিমোট হাতাইয়া নিলো। রিমোটটা হাতে নিয়াই ধরাম কইরা আছাড়! আর হাত তালি দিয়া দিয়া সে কি হাসি! তার হাসি আর থামে না। সে বাপকে বোকা বানাইতে পারছে, এই হাসি।
কী নিষ্পাপ, সুন্দর হাসি! জড়াইয়া ধইরা একটা চুমা দিতে গেলাম। সে ভ্রু কুঁচকায়ে স্পষ্টভাবে বল্লো, নাআআ...।
বুঝলাম, প্রিয় যে শুধু দেখতেই তার মায়ের মত হইছে তা না...।
(আজ প্রিয়র বয়স ১ বছর ৩ মাস ১০ দিন)
৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১২
সুখী মানুষ বলেছেন: চালাক ভাতিজাতো আপনাদেরই
২| ৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২৫
লেখোয়াড়. বলেছেন:
আপনিও কম স্মার্ট না।
৭ বছর ধরে তো ব্লগিং করছেন।
সুখী মানুষ।
৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ২:০৬
সুখী মানুষ বলেছেন: ভাই আমার, কবিগুরু ৮০ বছর বেঁচে ছিলেন। কলিমউদ্দিন মাঝি নব্বাই বছর বেঁচেছিলেন। বয়স দিয়ে কি আর স্মার্টনেস মাপা যায়! তাও আপনি বলছেন তাই একটু খুশি খুশি লাজুক লাজুক ফিলংসতো হচ্ছেই
৩| ৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩৫
ঢাকাবাসী বলেছেন: দারুণ অনুভুতি!
৪| ৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৫১
রূপক বিধৌত সাধু বলেছেন: উপভোগ্য অনুভূতি!
৫| ৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫১
রসিক বাঙগালি বলেছেন: ইসমার্ট ভাতিজা, আমার মতই। হেহেহে.।।
৬| ৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০৪
কাবিল বলেছেন: এত দিন ভাবীকে সামলিয়েছেন, এখন ভাতিজাকে সামলান।
আপনার আর রক্ষে নেই।
প্রিয়র প্রতি শুভ কামনা।
৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: মন ভাল করে দেয়া ঘটনা। প্রিয় এবং তার পরিবার সবসময় এমন হাসিখুশী আর আনন্দে থাকুক। শুভকামনা।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৯
নুর ইসলাম রফিক বলেছেন: বোকা বাপের চালাক পোলার জন্য অনেক অনেক শুভ কামনা।