নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

আমরা না মনের ছোট খাটো কথাগুলা বলি না

১০ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৪

আমরা না মনের ছোট খাটো কথাগুলা বলি না। কেবল লজ্জা পাই। অথচ বলে দিলেই কিন্তু হয়। উদাহরণ দেই -

রাকিব ভাই আর আমি তখন পাশাপাশি বসি। তিনি বাসা থেকে লাঞ্চ আনতেন। যখন লাঞ্চের বাটি খুলতেন! অদ্ভুৎ সুন্দর একটা গন্ধে রুমটা মৌ মৌ করতো। কী মশলা দিয়ে এই রান্না হইতো জানি না। নিশ্চয়ই বেহেস্তের কোন ফেরেস্তা চোরাই পথে রাকিব ভাইয়ের বাসায় মশলা সাপ্লাই দিতেন। এত সুন্দর ছিলো সেই রান্নার গন্ধ। তাও প্রত্যেক দিন, ভিন্ন ভিন্ন অসাধারণ গন্ধ।

আমি লজ্জায় কোন দিনও বলতে পারি নাই, রাকিব ভাই দেনতো একটু তরকারী দেন। খাইয়া দেখি এই অমৃত'র স্বাদটা কেমন। অথচ এক দিনের ঘটনা বলি। মহসিন ভাই আমার রুমে আইসা বসলেন। রাকিব ভাইয়ের খাওয়া তখন প্রায় শেষ পর্যায়ে। খাবারের গন্ধটা তিনি চউখ বন্ধ করে দীর্ঘ শ্বাস টেনে নিলেন। এর পর আমাকে বল্লেন
- এই রান্না কার? কে খায়?
আমি হাসি দিয়া বল্লাম
- রাকিব ভাই।

মহসিন ভাই বিনা দ্বিধায় বলে ফেল্লেন
- এই রাকিব ভাই, আমারে একটু খাইতে দেন তো!

খাবার প্রায় শেষের দিকে ছিলো। যতটুকুই ছিলো আরেকটা প্লেটে করে দিলাম। যে দুই তিনটা লোকমা ছিলো। মহসিন ভাই তৃপ্তি নিয়া খাইলেন। অথচ আমি সাহস করে কোন দিনও বলতে পারি নাই।

আমি আবারো বুঝলাম, সহজ কথাটা সহজ করে বলে দিতে হয়। দুনিয়াটা প‌্যাঁচ এর জায়গা না। সহজ, সরল একটা জায়গা। প‌্যাঁচ শুধু আমাদের মনে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৯

জে আর শুভ বলেছেন: বাস্তব সত্য… মনের কথা মনে রেখে দিলেই বিপদ

২| ১০ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২২

ডরোথী সুমী বলেছেন: ইস, কী মিসটাই না করলেন! লজ্জা পেলে আসলেই লস। শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.