![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
আরিফ ভাই একবার একটা জ্ঞানের কথা বল্লেন।
তখন কাজ করি একুশে টেলিভিশনে। আমাকে ডাক দিয়া বল্লেন
- অরুণ বিয়া করছেন?
আমি হাসি দিয়া বল্লাম, নাহ এখনো সুখে আছি।
আরিফ ভাই কিছুক্ষণ হাসলেন। এরপর বল্লেন
- শোনেন, বিয়েতে হুট করে ডিসিসান নিবেন না। সম্ভব হইলে তার সাথে কয়েক দিন কথা বার্তা বলবেন। এবং কোথাও ঘুরতে যাইবেন। ধরেন কোন একটা রেষ্টুরেন্টে খাইতে গেলেন। আর খুব সুক্ষভাবে খেয়াল রাখবেন, নিম্ন আয়ের মানুষদের সাথে তার আচরণ কেমন।
আমি মনযোগ দিয়ে কথা শুনছি। আরিফ ভাই মারাত্মক স্মার্ট মানুষ। খুব সুন্দর করে কথা বলেন। বল্লেন
- নিজের অবস্থানের নীচের অবস্থানের মানুষদেরকে সবাই সম্মান দিতে জানে না। কেবল ভালো মানুষেরাই তা পারে।
সাথে সাথে আমেরিকার জনপ্রিয় প্রেসিডেন্ট রুজভেল্টের কথা মনে পড়লো। রুজভেল্ট ৪ বার, হ্যাঁ চার বার আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। তার মৃত্যুর পর হোয়াইট হাউজের একজন মালি বলেছিলেন, এরপর আর এমন প্রেসিডেন্ট আসবেন কি না জানি না। যিনি আমার মত ক্ষুদ্র একজন মানুষের ঘরে এসে আমার বানানো রুটির প্রসংসা করবেন।
আরিফ ভাইয়ের এই কথার মূল্যায়ন আমি সজ্ঞানে করার চেষ্টা করি সব সময়। আর এখনো প্রমান পেয়েই যাচ্চি, "- নিজের অবস্থানের নীচের অবস্থানের মানুষদেরকে সবাই সম্মান দিতে জানে না। কেবল ভালো মানুষেরাই তা পারে।"
©somewhere in net ltd.