![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
পছন্দের খাবারের একটা তালিকা লিখে রাখি। বলা তো যায় না, বন্ধুরা আপনারা কবে দাওয়াত দিয়ে বসেন। তখন যেন আত্মা পুড়ায়ে খাইতে পারি।
১) গরাম ভাত, কাঁচা মরিচের ভর্তা (টাকি মাছ বা অন্য যে কোন মাছ খোলায় টেলে), লবন।
- এই খাওয়াটার একটা ব্যাখ্যা দেই। মোনাজাতে প্রায়ই আমি বলি, আল্লাহ এখন মনে পড়তেছে না। পরে যখন যা চাই তা দিয়া দিও। কিন্তু মাঝে মাঝে আমি খাবার দাবারও চাই। তখন বলি, আল্লাহ তোমার যে বেহেস্তে কাঁচা মরিচের ভর্তা, গরম ভাত আর লবন আছে; সেই বেহেস্তে আমারে অন্তত খাবারের ব্যবস্থাটা কইরা দিও।
নাহ্ লিষ্টটা আর বড় করতে ইচ্ছা হইতাছেনা। এমন স্বর্গীয় খাবারের পর আর অন্য কোন খাবার তার ধারে কাছেও মনে হচ্ছে না। তাই ইলিশ মাছ ভাজা, আলু দিয়া গরুর মাংস ইত্যাদি লেখলাম না।
আমার বাসায়ওযে আপনাদের দাওয়াত দিলাম না তা কিন্তু না। তাই পছন্দের খাবারের নাম লেখে রাখেন। যেদিন আসবেন, সেদিন সকাল বেলা পছন্দের খাবার দেখে বাজার করতে যাবো।
২| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২৫
সুখী মানুষ বলেছেন: আপাতত গিন্নি বাপের বাড়ী। তাই অফিসেই দাওয়াতটা নেন প্রামানিক ভাই
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৭
প্রামানিক বলেছেন: টাকি মাছের ভর্তা আর ডাইল হইলে আমি কউরেই আর গাইল দিমু না। এইডাই আমার দাওয়াতের মেনুতে রাইখেন।