![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
স্বপ্নে বেশ কিছু গল্প পাই। মনে হয়, আরিব্বাস্... অসাধারণতো! কিন্তু পরে আর তা মনে থাকে না।
একদিন ভাবলাম, স্বপ্নে যা দেখি তা লেখে রাখবো। ঘুম ভাঙ্গার পর তা আইপডে লেখেও রাখলাম। ডিটেইল না লেখে, পয়েন্টগুলা টুকে রাখলাম। বেশ কয়েকবার পড়লাম। দেখি সব ঠিকই আছে, অসাধারণ গল্প! বিছানা ছেড়ে ঠান্ডা মাথায় গল্পটা ডিটেইলস সহ লেখবো।
পরে দেখি নোটের আগা মাথা কোনই মিল নাই। নোটে লেখা
- পরীক্ষার হলে গেলাম, সাইকেলে হাওয়া নাই
- পুকুর ভরা কালি, রেলগেটের সিগনাল নাই।
অথচ যখন স্বপ্নটা দেখি, একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার খুব সুন্দর মিল ছিলো। এখন দেখি কোনই মিল নাই! স্বপ্ন তো দেখি গুছানো কোন কিছু না। উল্টাপাল্টা জিনিসের গুজামিল হইলো স্বপ্ন। এই জন্যই যারা স্বপ্ন দেখে তাদের জীবন গুছানো না। যারা বাস্তবতা বুঝে কাজ করে, তারাই সফল।
©somewhere in net ltd.