নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

বুঝতেছি না, আমার ক্ষেত্রেও তাই হইলো কি না।

২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১৭

তিনি ত্রিবেনী রেষ্টুরেন্টেই যাবেন।
আমার উদ্দেশ্য ছিলো বাসার আশেপাশেই বউ, বাচ্চা নিয়া ডিনারটা করবো। কিন্তু কর্তা তাহাই করেন ***। অতএব, ত্রিবেনীই ঠিক হলো।

বাংলাদেশের ক্যান্টনম্যান্ট এলাকা নিয়া একটা কথা বলি। এইসব এলাকায় যখনই আমি ঢুকি, মনে হয় সিঙ্গাপুরও এর কাছে ফকিন্নি। আহারে সমস্ত দেশটাই যদি আমাদের আর্মি ভাইরা এমন করে গুছায়ে দিতেন।

ত্রিবেনী রেষ্টুরেন্টের এলাকাটা আরো সুন্দর। পার্ক, লাইটিং, লেক সব মিলায়ে সত্যিই সুন্দর। রেষ্টুরেন্টের ভিতরটা মহা গর্জিয়াস। দূর থেকে রেষ্টুরেন্ট দেখে বল্লাম
- শুনো, পকেটে হাজার পাচেক টাকা আছে। দুইটা কোকাকলা খাওয়া যাবে তো?

যাই হোক, ভিতরে গিয়ে খাবারের দাম দেখে আমি অবাক! এত সস্তা! তবে নামগুলো খুব ভারী ভারী। একটা খাবারের নাম মনে আছে, মানুছ রোল।

খাবার মুখে দিয়াই মনে হইলো, খাবারটা নষ্ট হয়ে গেছে। কিন্তু ভাবলাম, এই ভারী নামের খাবারের গন্ধটাও মনে হয় এমনই হয়। ঢোক গিলে খাইলাম। আবার যুক্তি দিয়া ভাবলাম, এমন জায়গায় খাবার নষ্ট হবার প্রশ্নই আসে না। সাধারণ রেষ্টুরেন্ট হইলে হয়ত হাক দিয়া বলতাম
- ভাইগ্না এই দিকে আয়। এই জিনিস তুই এক পিস খা, তোর ম্যানেজাররে তিন পিস খাওয়া। টাকা আমার।

খুব কষ্ট করে আরো দুই, তিন কামড় খাইলাম। প্রিয়কেও ছোট্ট এক টুকরা খাইতে দিলাম। ফলাফল - আমি তিন বার বাথরুম, প্রিয় সারা রাত কান্না।

কিসের পেটে নাকি ঘি সয় না। বুঝতেছি না, আমার ক্ষেত্রেও তাই হইলো কি না।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:২৪

আল ইমরান বলেছেন: আহারে!!!!!!!!!
চক চক করলেই সোনা হয় না ভাই।

২| ২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:৫২

খায়রুল বাশার বলেছেন: কি খেয়েছিলেন ভাই? নাম টা জানাবেন তো? একটু জেনে রাখলাম??

২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৫১

সুখী মানুষ বলেছেন: একটা খাবারের নাম মনে আছে, মানুছ রোল।

৩| ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৪

কাবিল বলেছেন: হয়তো বা খাবারটার সঙ্গে পেটের পরিচিত নেই।

যাই হোক, প্রিয় কেমন আছে?
আপনারা কেমন আছেন????????

২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫১

সুখী মানুষ বলেছেন: প্রিয় তো গত রাত থেকে এখন পর্যন্ত কানতেছে :( কি হইলো বুঝতেছি না। বাসায় গিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাবো্

৪| ২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫১

শতদ্রু একটি নদী... বলেছেন: আহারে বেচারা!!

২৭ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৬

সুখী মানুষ বলেছেন: সুন্দর নিক ভাই। আপনার নাম টা সত্যিই সুন্দর, কাব্যিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.