![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
প্রিয়কে "না" কথাটা অনেকবার বলে ফেলছি গত কয়দিনে।
- সোফার হাতল বেয়ে ওয়াশিং মেশিনের উপরে উঠে যায়। সোফার হাতলে দাঁড়াতে গেলেই আমি বলি - না, প্রিয় নাআআ।
- চেয়ারে পাড়া দিয়ে টেবিলে উঠে। এরপরে লাইট, ফ্যানের সুইচ অন অফ করে। সুইচ ধরতে গেলেই আমি বলি - না, প্রিয় নাআআ।
- ল্যাপটপের কী-বোর্ডে দুই হাতে সমানে চাপাচাপি করে। এখন হাত দিতে গেলেই আমি বলি - না, প্রিয় নাআআ।
পদে পদে না, না শুনে সে এখন মহা বিরক্ত। আজকের ঘটনা বলি।
তার একটা খেলনা ফ্যান আছে। আজকে ফ্যান হাতে নিলো। সুইচ অন করলো। তারপর আমাকে ডাক দিচ্ছে, এ্যাই..এ্যাই..। আমি তাকাইলাম। আমাকে দেখায়ে দেখায়ে ফ্যানটাকে বলতেছে, না... না। ফ্যানতো আর বন্ধ হয় না। তারপর নিজেই সুইচটা অফ করে। ফ্যান বন্ধ হয়। আর প্রিয় খিলখিল কইরা হাসে।
বুঝলাম না, প্রিয় কি আমারে বেকুব বানাইলো? সে কী বুঝাইতে চাইলো?
সে কি বুঝাইতে চাইলো যে, বাবা দেখো এই সামান্য ফ্যানইতো মুখে "না" বল্লে শুনে না, আর আমি শুনবো কেন!
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯
কাবিল বলেছেন: প্রিয় ধীরে ধীরে সবই শিখবে। এই সময়টা প্রিয় যা করবে তাই ভাল লাগবে।
প্রিয়র প্রতি অনেক অনেক আদর, স্নেহ থাকল।