![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
আমার চুল ধইরা টান দিলো। আমি তো অবাক! আমার চাইতেও অবাক হয়ে সে আমাকে প্রশ্ন করলো
- কি রে জাহাঙ্গীর তোর চুলগুলা দেখি আসল!
আমি বল্লাম
- চুল দেখলি কই ব্যাটা? মাথা তো পুরাই খালি হইয়া গেছে।
নাজমুল আমার হাইস্কুলের বন্ধু। মাথা দোলায়ে বল্লো
- নাহ রে দোস্ত ইসকুলে থাকতেই তোর মাথায় এমন কম কম চুল আছিলো। এই চুল তুই ধইরা রাখলি ক্যামনে?
এত এত বছর পর বন্ধুর সাথে দেখা। ব্যাটা পড়ছে আমার চুল নিয়া। থানা সদরে আমাদের হাইস্কুল যেইখানে ছিলো, তার পাশেই নাজমুলের জুতার দোকান। সে এখন বিশাল বিজনেসম্যান। আমারে জিগায়
- দোস্ত বেতন পাস কেমন? কয়েক লাখতো হইবোই!
আমি বল্লাম
- দোস্ত, পুরুষ মানুষের বেতন আর মেয়ে মানুষের বয়স বলতে নাই। তবে বেতন নিয়া কখনোই মাথা ব্যথা ছিলো না।
নাজমুল অবাক হয়ে বল্লো
- কস কি! তাইলে কী নিয়া মাথা ব্যথা ছিলো?
আমি হাসি দিয়ে বল্লাম
- দোস্ত সুখে থাকা নিয়া মাথা ব্যথা ছিলো। সুখে আছি।
নাজমুল আমার দিকে আগ্রহ নিয়া তাকায়ে আছে। আহারে পুরানো বন্ধুর মুখের দিকে তাকাইয়া থাকতেও বুঝি এত শান্তি লাগে?
©somewhere in net ltd.