নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

এই মনিহার আমায় নাহি সাজে...

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩২

ফেসবুকেই শুধু চিনি। এমন একজন বন্ধু ফোন দিয়ে বল্লেন
- ভাইয়া, আমি মোবাইলে এমবি কিনি শুধুমাত্র আপনার ষ্টেটাসগুলা পড়ার জন্য।

আজ একজন জিজ্ঞাসা করলেন
- দাড়োয়ানের মেয়েটার জ্বর ভালো হইছে?

গত কয়দিন আগে আমি একটা ষ্ট্যাটাস দিয়েছিলাম, দাড়োয়ানের পিচ্চি মেয়েটার জ্বর। পরে অবশ্য আপডেট দিয়েছিলাম ছবি সহ। বলেছিলাম, শায়লার জ্বর ভালো হয়ে গেছে। হয়ত আপডেটটা তিনি পড়েন নাই।

যা দেখি, তাইতো লেখি। লেখকদের মত বানায়ে বানায়েতো সুন্দর করে লেখতে পারি না! তবু মানুষজন পড়েন? আমার মায়া নিয়ে দেখা ঘটনাগুলা এমন করে মন থেকে মনে ঢুকে যায়!

আমি নিজে জানি আমি ব্রিলিয়ান্ট কেউ না। আমার স্মৃতিশক্তি ভালো না।
এই মনিহার সত্যিই আমার সাজে না :(
অনেক কিছু বইবার শক্তি উপরওয়ালা আমাকে দিয়েছেন। শুধু এত ভালোবাসা বইবার মত শক্তিই আমাকে দেন নাই। কণ্ঠ ভার হয়ে আসে :(

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৬

কানাই স্যার বলেছেন: অত কথা কন ক্যা। আপনি তো হুমায়ুন আহমেদ এর চেয়ে বেশি ফ্যানযুক্ত।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৯

সুখী মানুষ বলেছেন: :) অপমান করেন ভালো কথা। তাই বলে এত বড় অপমান!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.