নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

তুমি না থাকলে এত কষ্টের কাজগুলা আমারই করা লাগতো...

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৮

কাজের লোক টিকে না। এই দোষ পড়লো আমার উপর! আমি আসমান থেকে পড়লাম। আপাকে বল্লাম
- আমি সবচেয়ে বেশী আদর করি। সবচেয়ে কম কাজের অর্ডার দেই!
আপা আমার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বল্লো
- এইটাইতো দোষ। এত নমঃ নমঃ করস দেইখ্যাই এরা একটা সময় ফ্যামিলি মেম্বার ভাবা শুরু করে। তখন আর অর্ডার শুনে না।

আপা'র উপর দিয়ে কাজের সমস্ত চাপ যাচ্ছে। তার মিজাজ যথেষ্ঠর উপরে খারাপ। মুখ দিয়া পুরা ডাহুক পাখীর বিষ ঝড়া শুরু করলো। আমাকে অপমান করে বল্লো
- বাসায় আইসক্রিম আনলে, আগে ওরটা দেও। ঘুম পাইলে, ঠিক আছে যা তুই ঘুমা। শরীর ভালো না লাগলে, ঠিক আছে আজকে রান্না করা লাগবো না। এমন তোয়াজ করলে, এই সংসারে কোন কাজের লোক আইসা টিকবো না।

এরপর শুরু হইলো, পাশের ওমুকের বাড়ী, তুমুকের বাড়ীর উদাহরণ।
- ওমুকদের বাড়ীতে কাজের মাইয়াদের আলাদা প্ল্যাটে খাইতে দেয়। সবার খাওয়া শেষ হইলে এর পরে যা থাকে তা দেয়। আর চড় থাপ্পরতো দেয়ই। আবার সোফায় বইসা টিভি দেখা! এরাই ঠিক আছে। এদের বাসায় কাজের লোক টিকে।

অনেক খোঁজাখুজির পরও আর কাজের লোক পাওয়া গেলো না। আমি মহা খুশি। ঘরে নিজের কাজগুলা আমি নিজে করি। অন্য কাজেও সম্ভব হইলে হাত লাগাই। সবাই নিজের কাজটা নিজে করে ফেল্লেই হয়। শুধু শুধু একটা মানুষ দাসত্বের মালা গলায় দিয়ে কেন আমার ঘরে কাজের লোক হিসাবে থাকবে?

এত এদ অনলাইন ব্যবসা হচ্ছে দেশে। কেন একটা হাউজ এসিষ্টেন্ট সাপ্লায়ারের ব্যবসা শুরু হইতে পারে না? মানুষজন একটা ফরম ফিলআপ করে দিবে। কাপর ধোয়া, তরকারী কাটা, ঘর মোছা ইত্যাদি টাইপ। কোম্পানী থেকে লোক গিয়ে এই কাজগুলো করে দিয়ে আসবে। ব্যাস্ একটা সিষ্টেমে পড়ে গেলো বিষয়টা।

শাহাদাত জাতীয় দলের ক্রিকেটার হয়েও এত বড় অমানুষ! এত ছোট একটা মেয়ের পেটে কেউ লাত্থি দেয়? হ্যাপির নাকি পিঠে, হাতে, পায়ে ফ্র্যাকচার। তার মানে কতটা অত্যাচার করেছে তার উপর? আরে, কাজের লোক মানে তো সে আমার গোলাম না! সে আমারই মত একজন দেশের নাগরিক। তার ভোটে আর আমার ভোটে কোনই তফাৎ নাই। তবে হ্যাঁ, একটা জায়গায় তফাৎ আছে। সে মানুষ। আর শাহাদাতের মত মনিবগুলা অমানুষ।

আমি সেই দিন খুব দূরে দেখি না। যেই দিন বাসায় যে লোকটা কাজ করবে, তার পিঠে আমরা হাত বুালায়ে বলবো, তুমি না থাকলে এত কষ্টের কাজগুলা আমারই করা লাগতো। আহারে কত কষ্ট করে তুমি নিজে তা করে দিলে। তোমাকে অনেক ধন্যবাদ।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৯

প্রামানিক বলেছেন: চমৎকার

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৬

মাঘের নীল আকাশ বলেছেন: সে মানুষ। আর শাহাদাতের মত মনিবগুলা অমানুষ।

সহমত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.