![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
প্রায় বছর দশেক আগের কথা। অফিসে নাম মাত্র একটা ইনক্রিমেন্ট হইলো। সবার মন খারাপ। কেউই ইনক্রিমেন্টের চিঠি রিসিভ করছে না। কিন্তু আমি রিসিভ করলাম। বস বল্লেন
- আপনি কি আপনার এই ইনক্রিমেন্টে হ্যাপি?
আমি হাসি দিয়ে বল্লাম
- ভাইয়া প্রতিষ্ঠান মনে করছে আমি এর যোগ্য। আমার যদি বেশী যোগ্যতা থাকে তো ভালো কোথাও চলে যাবো। আর যদি না থাকে তাহলে চুপচাপ এই বেতনেই সন্তুষ্ট থাকবো। হিসাবটাতো সহজ।
ব্স হাসলেন। হা হা হা হা করে সুন্দর করে অনেক্ষণ হাসলেন।
মনে পড়লো, আমাদের একটা সফটওয়্যার ফার্ম ছিলো। সবচেয়ে ভালো যে এম্প্লয়ীটা ছিলো। সে একদিন এসে বল্লো
- ভাইয়া, এই বেতনেতো পুষাচ্ছে না। বেতন না বাড়াইলেতো থাকতে পারবো না।
আমি তারে বল্লাম
- ভাই, আপনি অনেক ভালো, যোগ্য একটা মানুষ। আপনার যোগ্যতা অনুযায়ী অর্ধেক বেতনও আমরা দিতে পারতেছি না।
ছেলেটা অবাক হয়ে আমার দিকে তাকায়ে রইলো। আমি তার কাঁধে একটা হাত রেখে বল্লাম
- অথচ দেখেন এই বেতনটা আপনাকে দিতেই আমাদের কষ্ট হচ্ছে। এখন সিদ্ধান্ত আপনার নিজের উপর। আরো কিছু দিন আমাদের সাথে কষ্ট করবেন, নাকি কাল থেকেই দ্বিগুন বেতনে কোথাও জয়েন করবেন। কারন আমি জানি এই যোগ্যতা আপনার আছে।
ছেলেটা এবার আমার কাঁধে একটা হাত রাখলো। বল্লো
- ভাইয়া, এই প্রতিষ্ঠানটাতো আমারও! নিজের প্রতিষ্ঠান ছাইড়া কই যাবো?
আসলে চাকরী বাকরি হইলো প্রতিষ্ঠানের সাথে একটা সম্পর্ক। সম্পর্কটা কোনদিনও একতরফা না। সম্পর্কটা মিউচুয়াল। আর সম্পর্ক যে সবসময় টাকা পয়সা দিয়েই ধরে রাখতে হয় তা না। এর মধ্যে থাকতে হয় দায়িত্ববোধ, ভালোবাসা, স্বীকৃতির মত অনেক ছোটখাটো বিষয়। আর অবশ্যই দুই পক্ষেরই ভালো ব্যবহারের মায়ায় ভরা যাদু।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৪
সুখী মানুষ বলেছেন: বুঝলাম। তবু চেষ্টাটা করলে তো মন্দ হয় না, কি বলেন?
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৬
প্রামানিক বলেছেন: খালি সম্পর্ক দিয়া তো পেট ভরবে না, যুগের সাথে তাল মিলিয়ে চলার মত বেতন না হলে শুধু শুধু ভুতের বেগার খেটে লাভ নেই।
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৬
সুখী মানুষ বলেছেন: আপনার কথাই প্র্যাকটিক্যাল কথা। কিন্তু সম্পর্কের টানে কিছুদিন কম বেতনেও বেগার খাটা যায়। তবে তা দীর্ঘমেয়াদে না।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৪
কালীদাস বলেছেন: এমনে কয়দিন আটকে রাখা যায় ভাল বিহেভ দিয়ে?!
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৫
সুখী মানুষ বলেছেন: খুব বেশী দিন না। তবে কোম্পানির বিপদের কয়েকটা মাস এভাবে ধরে রাখা যায়। আর বিপদ যদি দীর্ঘ মেয়াদী হয় তাহলে বাস্তবতার চাপেই আর তা সম্ভব হয় না। তবে ব্যবহার ভালো হলে সম্পর্কটা থেকে যায় আজীবন। পরে আবারো কোন এক শুভদিনে জয়েন করতে কোন বাধা থাকে না।
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৬
কাবিল বলেছেন: দিগুন বেতন পেলে তখন সম্পর্কের খাতির থাকেনা।
আবার অল্প কিছু কমবেশ হলে তখন সম্পর্কই বেশি মনে হয়।
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৪
ঢাকাবাসী বলেছেন: ওরকম লোক বাস্তবে পাবেননা। আপনিও এরকম বেশীদিন থাকতে পারবেননা। বেশী ব্যাখ্যা দিলুমনা, বুঝে নিন।