![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
ঈদের ছুটিতে এক ছেলে কলিগ বাড়ী যাচ্ছেন। মেসেজ পাঠাইলাম
- পাশের সিটে কারে পাইছেন?
মন খারাপ করে রিপ্লাই দিলো
- কপাল খারাপ, সুন্দরী কাউরে পাই নাই। একটা ছেলে আছে পাশের সিটে।
আমি বল্লাম
- গুড, এবার রোমান্টিক দৃষ্টিতে ওর দিকে কয়েকবার তাকান। ভয় পেয়ে হয় সিট ছারবো না হয় আপনার কাছ থেকে যথেষ্ট দূরত্ব বজায়ে বসবো। ব্যাস, এবার হাত, পা ছড়ায়ে ঘুমায়ে ঘুমায়ে বাড়ী যান।
অবশ্য ছেলেটাও রোমান্টিক হয়ে গেলে কী হইতে পারে তা তারে বলি নাই ।
যারা ঈদের বাড়ী যাচ্ছেন, সাবধানে যান। ঈদের আনন্দ শুরু হোক, ঈদে বাড়ী রওয়ানা হওয়ার পর থেকেই।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫১
কাবিল বলেছেন: ঈদ মোবারক।