![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
ঘোষ দেওয়ার একটা ঘটনা বলি।
প্রিয় ডরিমন গাড়ীতে উঠেছে। গাড়ী দোলাদোলি শুরু করে দিয়েছে। আর চায়নিজ গান বাজছে, ইংয়ে বিয়েং চেং চুং...। সমস্যা হইলো, আরেকটা বাচ্চা গাড়ীতে ধরে দোল খাচ্ছে। প্রিয় কিছুতেই গাড়ীর ভাগ দিবে না। ভ্রু কুঁচকায়ে আমার দিকে সে তাকিয়ে আছে। অর্থাৎ বিচার দিচ্ছে, বাবা তুমি ছেলেটাকে সড়াও।
ছেলেটাকে আমি সড়াবো কী! প্রিয়'র চাইতে কয়েক মাসের বড় হবে। সুবিধাবঞ্চিত শিশু। ছেলেটার মাথায় হাত বুলায়ে বল্লাম
- বাবু তুমি একটু দূরে দাড়াইবা? এরপরে তোমাকে উঠতে দিবো তাহলে।
ছেলেটা কী বুঝলো জানি না। একটা সুইট হাসি দিয়ে দূরে গিয়ে দাড়াইলো। ডরিমনওয়ালা পরিচিত। তাকে ডাবল পেমেন্ট করে বল্লাম
- প্রিয়'র শেষ হবার পর এই ছেলেটাকে চড়ানোর ব্যবস্থা কইরেন।
প্রিয় খুশি। আমিও খুশি। বিরক্ত শুধু ডরিমনওয়ালা। আমার কাছে ঘ্যানরঘ্যানর করতে করতে বল্লো
- ভাইজান আমারে একটা বিপদে ফালাইলেন। এই পোলা এখন সারাদিন এইখানে ঘুরঘুর করবো।
আমি মনেমনে বল্লাম, আমিও অপেক্ষায় থাকবো। ওরে দেখলেই আপনার গাড়ীতে চাড়ায়ে দিবো। ওর ছেড়া পেন্টটা যতটা ময়লা, তার চাইতে বেশী সখ তার ঐ ছোট্ট হৃদয়টাতে লুকিয়ে আছে।
©somewhere in net ltd.
১|
০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪০
কাবিল বলেছেন: ওর ছেড়া পেন্টটা যতটা ময়লা, তার চাইতে বেশী সখ তার ঐ ছোট্ট হৃদয়টাতে লুকিয়ে আছে।
দারুন