নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

শুধু মায়েদেরই উপরওয়ালা এত ক্ষমতা দিয়েছেন?

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৭

রাত বাজে তিনটা। সুমি ভাই ভাবছেন নদী পার হবেন কিভাবে! বহু বছর আগের ঘটনা। তখন মোবাইলের যামানা না। নদীর দিকে যাচ্ছেন আর ভাবছেন, দেশের বাড়ীতে এমন করে কাউকে না জানিয়ে হুটহাট চলে আসাটা ঠিক হয় নাই। কিন্তু নদীর পাড়ে গিয়ে তিনি অবাক হয়ে গেলেন, মাঝি বসে আছে নৌকা নিয়ে। জিজ্ঞাসা করলেন
- কি রে এত রাতে?
মাঝি বললো
- আপনার মা আমাকে ঘুম ভাঙ্গায়ে বললেন, যা সুমি দাড়ায়ে আছে ঐ পাড়ে, নিয়া আয়।

-০-

গত কয় দিন আগের ঘটনা। আমার খালাতো শালা প্রতীক আসবে চিটাগাং থেকে। বাস লেট করলো। ঢাকা পৌছাইতে পৌছাইতে রাত আড়াইটা বেজে গেলো। রাস্তায় তাকে ধরলো জনগণের-বন্ধু। মেরিন ইঞ্জিনিয়ারিং এর আইডি কার্ড দেখাইলো। তাতেও কিছু হইলো না।

এদিক দিয়া হঠাৎ খালাম্মার ঘুম ভাংলো। তিনি খালুকে বল্লেন
- গোয়ালবাড়ীর মোড়ে প্রতীকরে পুলিশে আটকাইছে। যাও নিয়া আসো।
-০-
শুধু মায়েদেরই উপরওয়ালা এত ক্ষমতা দিয়েছেন? আমার মরা মা টা এখন কোথায় আছে, কেমন আছে তা আমি সন্তান হিসাবে একটা বার জানতে পারবো না! আল্লাহগো কেন পারবো না? খুব যে মা কে দেখতে ইচ্ছা করে গো মা'বুদ।
-০-
আব্বাস উদ্দীনের একটা গান আছে, মাঝি বাইয়া যাওরে...। এই গানের মাঝের একটা লাইন হইলো "বিদেশে বিভূয়ে যার বেটা মারা যায় / পাড়া পড়শী জানার আগে জানে তার মা'য় রে মাঝি বাইয়া যাওরে..."

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৮

মানবী বলেছেন: এক সময় এই পোস্টে আপনি আমাকে আপনার বাবার ভাগ দিতে চেয়েছিলেন, আজ আমি আপনাকে আমার মায়ের ভাগ দিতে চাইছি।

আপনার মায়ের সংবাদটি জেনে মন খারাপ হলো। মহান সৃষ্টি কর্তা তাঁর আত্মার শান্তি দিন।

আপনি ভালো থাকুন।

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৩

সুখী মানুষ বলেছেন: :( মা :(

২| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪০

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল্ আপনার মা শান্তিতে থাকুন।

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৪

সুখী মানুষ বলেছেন: সবার মা শানস্তিতে থাকুন ... আমিন

৩| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:২১

নজরুল ইসলাম টিপু বলেছেন: সুন্দর পোষ্ট, "বিদেশে বিভূয়ে যার বেটা মারা যায় / পাড়া পড়শী জানার আগে জানে তার মা'য় রে মাঝি বাইয়া যাওরে..." আব্বাস উদ্দীনের এই কথাটি শুনার জন্য আমি গানটি বার বার শুনতাম। ধন্যবাদ।

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৫

সুখী মানুষ বলেছেন: এইসব গানগুলোতে অমৃত সুন্দর কথা ছিলো টিপু ভাই।

৪| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:২৬

দুখোমিয়া বলেছেন: পৃৃথিবীতে এই ক্ষমতা মায়েদের ছাড়া আর কেউ তো মনে হয় পাবার অধিকার রাখে না অরুণ ভাই।

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৩

সুখী মানুষ বলেছেন: হুম, মাসুম ভাই...।

৫| ০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩১

আতিক একটেল বলেছেন: মায়েদের অনেক এক্সট্রা সেন্সর থাকে যা শুধু সন্তানদের ডিটেক্ট করতে পারে।

০৬ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৪

সুখী মানুষ বলেছেন: হুম...দুনিয়ায় অনেক কিছু যুক্তির বাইরে আছেরে ভাই।

৬| ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৭

ধমনী বলেছেন: information super highway.
only for moms.

৭| ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৯

কাবিল বলেছেন:

ছবি নেট

৮| ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মায়ের তুলনা হয় না। আপনার কথা জেনে বেশ খারাপ লাগলো।

৯| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩১

কথাকথিকেথিকথন বলেছেন: অসাধারণ নিয়ে ভাবনা ।

১০| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৯

রুদ্র জাহেদ বলেছেন: অসাধারন ভাবনা। এই পৃথিবীতে মহান থাকলে আছেন একমাত্র মা, মাকে নিয়েই পুরোটা জীবন।এই স্মৃতি নিয়ে পরে একসময় লিখব।আমি জন্মের পরে মাকেই বুঝেছি।পিতাকে তেমন বুঝতে পারি নি,উনি আমার জন্মের কয়েকমাস পরেই পৃথিবী ত্যাগ করেন

০৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ১০:০৬

সুখী মানুষ বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.