![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
- ফুলটার নাম স্নো রোজ, বুঝেছো?
এই কথা বলে তিনি থামলেন। এরপর খুব আবেগ নিয়ে বললেন
- অনেক সুন্দর ফুল, জানো! দেখেছিলাম একবার। আমি না রেখে দিয়েছি।
বিপ্রদাশ বড়ুয়া দা কথা বলছেন। তিনি আবার থামলেন। পকেটে কী যেন খুঁজছেন। আমি ভাবলাম, ফুল পাগল এই মানুষটা ফুল পকেটে রাইখা দিলো কি না কে জানে। পকেট থেকে চশমা বের করলেন। চোখে দিলেন। আমার দিকে তাকায়ে বল্লেন
- আমার মনে! বুঝেছো অরুণ, স্নো রোজ আমি রেখে দিয়েছি আমার মনে।
আমি দাদার দিকে তাকায়ে আছি। ফুল মনে রেখে দিলে কি এমন ফুলের মত মন হয়!
২| ০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৭
কাবিল বলেছেন: এক একটা ভালো মানুষ এক একটা ফুল।
৩| ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৪
আরণ্যক রাখাল বলেছেন: অদ্ভুত এক ব্যক্তি তিনি
৪| ০৮ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২০
অন্ধবিন্দু বলেছেন:
বাহ !
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:১১
ঢাকাবাসী বলেছেন: এমন মানুষ আজকাল নেই, নেইই।