![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
কাল্পনিক এক দেশ নিয়া কথা হচ্ছে। বেকুব এক বন্ধু তার জ্ঞানী বন্ধুরে বলতেছে
- দোস্ত রাজার এত এত কর্মচারী, এত এত বাহিনী। তারপরেও কিছুইতো ঠিক মত চলতেছে না!
বেকুব বন্ধু মাথা চুলকাইতে চুলকাইতে বললো, দোস্ত তাইলে এরা কী করে?
এক গাল হেসে জ্ঞানী বন্ধু উত্তর দিলো
- কেন? সাধারণ মানুষরে হয়রানী করে! বন্দুক দেখাইয়া, আইন দেখাইয়া ক্ষমতা দেখায়! টু পাইস ইনকাম করে। এইসবতো ঠিকই চলতেছে, নাকি?
বেকুব দোস্ত বললো
- হ দোস্ত, এইসব ঠিকই চলতাছে।
জ্ঞানী দোস্ত এবার বেকুব দোস্তের পিঠি চাপড় দিয়া কয়
- তারমানে দেশ ভালো চলতেছে। সরকার চালায় যেই লোকজন এদেরকে ভালো রাখলেই দেশ ভালো চলে, বুচ্ছস?
বেকুব কী বুঝলো কে জানে, বললো
- হ দোস্ত বুচ্ছি।
২| ১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৬
কলাবাগান১ বলেছেন: এটা কি এই সরকার আসার পরই চালু হল? আগে খুব ভাল ভাবেই দেশ চলছিল?
১০ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫
সুখী মানুষ বলেছেন: আগে তো কল্পনা আসে নাই!
©somewhere in net ltd.
১|
১০ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫৫
কাবিল বলেছেন: কাল্পনিক কথা, কিন্তু বাস্তবের সাথে মিলে যায়।