![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
ইংরেজীতে একটা কথা আছে, নেগেটিভ নিউজ ইজ অলওয়েজ পপুলার নিউজ। উদাহরণ দিয়ে বলি-
যদি বলি
- চাউলের দাম ২০ টাকা কেজি।
মানুষজন পাত্তাই দিবো না। কয়েকজন ভ্রু কুঁচকাইয়া বলবো, এইটাতো ১০ ট্যাকা করার অথা কইছিলো, ফালতু নিউজ কেন দেন?
যদি বলি
- চাউলের দাম ৫০০ টাকা কেজি।
সাথে সাথে এই নিউজ তুমুল জনপ্রিয় হয়ে যাবে। ঘরে ঘরে চাউল জমানো শুরু হয়ে যাবে। দেশে নির্ঘাৎ হাহাকার পড়ে যাবে।
আজকে একটা পজেটিভ নিউজ বলি।
নাম বলবো না।
ভালো মানুষদের নাম আমি বলি না। কারন তারা নামের জন্য ভালো হন না। উল্টা প্রচারে বিব্রত হন। শুধু ঘটনাটা বলি।
বয়ষ্ক দেখেই তিনি ভাবলেন, এই রিক্সাতেই উঠি। গল্প শুরু করলেন, কমন গল্প
- চাচা এই বয়সেও রিক্সা কেন চালান? ছেলে মেয়ে নাই!
- মেয়ে বিয়া দিয়া দিছি চাচা। ছেলে একটা আছে। একটা চওখ নষ্ট, আরেকটা চওখে তেমন দেখে না।
- তো রিক্সা না চালাইয়া ভেনে কইরা তরকারী বেচলেইতো পারেন। পরিশ্রম কম হইবো।
চাচা মিয়া দীর্ঘ শ্বাস ফালাইয়া বল্লেন, চাচা ভাবছিলাম এই কথা। কিন্তু পুঞ্জি লাগে, পামু কই?
-০-
আমার সেই পরিচিত মানুষটা আজ পুঞ্জি নিয়া আসছেন। কড়াইল বস্তিতে যাবেন। নিজে গিয়ে ব্যবসার মূলধন দিয়ে আসবেন।
আমার চারপাশের মানুষগুলান এত ভালো কেন? এতই কেন ভালো সবাই!
২| ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩২
শতদ্রু একটি নদী... বলেছেন: সত্য হলে খুব ভালো একটা ব্যাপার হবে। দেশের বেশিরভাগ মানুষই ভালো, তবে খারাপ অল্প কিছু মানুষ বাকীদের ভীষনভাবে প্রভাবিত করতে জানে এইটাই সমস্যা।
১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৭
সুখী মানুষ বলেছেন: কথা সত্য ভাই। তিনি যে খুব বড়লোক তা না। তবে সাধ্যের মধ্যে টুকটাক উপকার করেন। সেই দীর্ঘ ৮ বছরের চেনা মানুষ তিনি।
৩| ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৭
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার ঘটনাটি শেয়ার করার জন্য ধন্যবাদ। মনটা বড় হয়ে গেলো।
৪| ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৪
কাজী শাহ এমরান বলেছেন: চমৎকার
৫| ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৯
বিদ্রোহী সিপাহী বলেছেন: উনার মত উনার ছেলেমেয়েরাও (যদি থাকেন) ভাল মানুষ হবেন এই কামনা করছি।
৬| ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪১
রাতুল_শাহ বলেছেন: জেনে ভাল লাগলো
৭| ১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৮
বেচারা বলেছেন: ভাল লাগল।
৮| ১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
সাহসী সন্তান বলেছেন: আসলেই একটা পজেটিভ নিউজ! অনেক ভাল লাগলো! প্রাণ উজাড় করা দোয়া রইলো আপনার সেই পরিচিত মানুষটার জন্য!
শুভেচ্ছা রইলো আপনার জন্যেও!
৯| ১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন: অনেক নেগেটিভ নি্উজের ভীরে
সত্যিই একটা পজেটিভ নিউজ।
আমি তার উদার মনের
সুস্থ্যতা কামনা করছি।
১০| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩১
সুমন কর বলেছেন: চমৎকার শেয়ার। পড়ে ভালো লাগল।
১১| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সত্যিই পজিটিভ নিউজ.... ধন্যবাদ
১২| ১১ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৭
আরজু পনি বলেছেন:
শেয়ার করার জন্যে ধন্যবাদ ।
১৩| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:৫৭
এম.এইচ.তারেক বলেছেন: ভালো
১৪| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫১
হামিদ আহসান বলেছেন: পজিটিভ নিউজটা শেয়ার করার জন্য ধন্যবাদ ..।
১৫| ১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর শেয়ার !!!
১৬| ১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৪
হাসান জাকির ৭১৭১ বলেছেন: অন্যের উপকার করা মানুষের সহজাত, এটাই হওয়া উচিৎ, কিন্ত সবসময় হয়না.........
১৭| ১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৫
অেসন বলেছেন: সুখী মানুষের পজিটিভ সংবাদ। ধন্যবাদ।
১৮| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৪৪
লালপরী বলেছেন: শেয়ারের জন্য প্লাস ++++++্
১৯| ১২ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৫
চন্দ্রপ্রেমিক বলেছেন: আমি দাতাকে (পোস্ট+পুঁজি) অশেষ ধন্যবাদ জানাই সাথে সবার কাছে দোয়া চাই যাতে আমি এরকম একজন দাতা হতে পারি। ধন্যবাদ সবাইকে।
২০| ১২ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬
রুদ্র জাহেদ বলেছেন: শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাই
২১| ১২ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬
আনু মোল্লাহ বলেছেন: সেই না দেখা, নাম না জানা ভদ্রলোকটির জন্য বিনম্র সালাম।
আপনাকেও বিশেষ ধন্যবাদ বিষয়টি আমাদের সামনে তুলে ধরার জন্য।
২২| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪১
কথাকথিকেথিকথন বলেছেন: খুব ভাল সংবাদ ।খুব ভাল লাগলো জেনে ।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২২
তানিম৭১৯ বলেছেন: খুব ভালো লাগলো..।