![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
প্রিয়'র গাড়ীর চাকা খুলে গেছে। থাবড়ায়ে থুবড়ায়ে চাকা লাগাই। যেই রিমুটে প্রেস করি, গাড়ী এক দিকে আর চাকা আরেক দিকে। প্রিয় খুব টেনশন নিয়ে বলে
- বাবা, আআআ...
চট করে বুদ্ধি আসলো মাথায়। প্রিয়'র মায়ের ওরনা থেকে একটু সূতা নিলাম। চাকাটার ছিদ্রে সূতাটা সেট করলাম। এবার চাকাটা এক্সেলে ধাক্কা দিয়ে লাগিয়ে দিলাম। ব্যস, সুন্দর সমাধান। এবার আর চাকা গাড়ী থেকে আলাদা হয় না। নিজের ক্রেডিট নিজেই নিলাম। বললাম
- ম্যাকগাইভার কি শুধু টিভিতে থাকে? বাস্তবেও ম্যাকগাইভার থাকে।
পাশ থেকে একজন আমার দিকে তাকাইলেন। সেই দৃষ্টিতে স্পষ্ট লেখা আছে
- সকাল বেলা মশারীর ভিতরের ভোটকা মশা মারাও এর চাইতে সহজ কাজ...
আর মুখে বল্লেন
- ম্যা...ক...গাই...ভার!
২| ১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩
কাবিল বলেছেন: প্রিয়র কারনে এখন অনেক কিছুই হতে হবে।
প্রিয়র প্রতি শুভকামনা থাকল।
৩| ১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৫
চাঁদগাজী বলেছেন:
দেখেন, পরে আসল ম্যাক গাইভারকেই বাবা ডাকে কিনা!
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

আপনার প্রিয় সিরিজটি ভালই মজার মজার কাহিনীতে ভরা!!!
- ম্যা...ক...গাই...ভার!