![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
হারুণ হাত পাতে। আর দাবি নিয়া বলে, "খামু কী"?
কিন্তু আমার সামনে সে হাতও পাতে না, খামু কী ও বলে না। আজকে কী মনে করে যেন সে হাত পাতলো। আমি ভাবলাম, হারুণ মিয়া মজা কি তুমি একলাই করতে পারো? হাতে শিউলি ফুল ছিলো। একটা ফুল হারুণের হাতে দিলাম। হারুণ ফুলটা নিয়ে টাকা'র সাথে রেখে দিলো। নিরস মুখে সে আবার হাত পাতলো। অন্য দিন টাকা দিলে তার পেতে রাখা গামছাতেই দেই। আজকে হাতেই দিলাম। টাকাটা নিয়ে সে হাসি দিয়ে বললো, আলহামদুলিল্লাহ। আমি বললাম
- হারুণ ফুল পাইয়া তো কিছু কইলা না!
হারুণ এবার লজ্জা পেয়ে ফিক করে হাসি দিলো। আনন্দে পিচিক করে থুতু ফেললো। আজকেও অর্ধেকটা থুতু তার টি-শার্টে পড়লো। এই টি-শার্ট দিয়ে সে দুই হাটু ঢেকে বসে। থুতু মুছতে মুছতে বললো
- ফুল পাইয়া খুশি হইলে গোপন রাখতে হয়।
বললাম
- মশায় কামড়ায় তোমারে। কয়েল লাগাও না কেন!
এবার দেখি সে আমাকে উল্টা ঝাড়ি দেয়! বলে
- কয় টেকা দিছো? এইটা দিয়া কয়েল কিনলে, খামু কী?
আমি অবাক হয়ে বললাম
- আজকে তোমার ইনকাম হয় নাই! সামনে দেখি কোন টাকাই নাই। ঘটনা কী?
এবার হারুণ খুব মজা পায়। আনন্দে আবার সে হাসতে হাসতে পিচিক করে থুতু ফেলে। জামায় পড়া থুতুটা মুছতে মুছতে বলে
- তোমার যে বুদ্ধি! টেকা সব সামনে থুইলে আর কেউ আমারে ভিক্ষা দিবো?
আমি আর কথা বাড়াইলাম না। আমার বুদ্ধি কম, এই বিষয়টা এদ্দিন শুধু ঘরের তিনি জানতেন। এখন দেখি পর মানুষও জানা শুরু করছে!
২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৯
সুখী মানুষ বলেছেন: উত্তরা ৫ নং সেক্টরের লেকের পশ্চিম-দক্ষিণ কোনায় পাবেন হারুণকে... দেখে নিতে পারেন।
২| ২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৬
কাবিল বলেছেন: আমার বুদ্ধি কম, এই বিষয়টা এদ্দিন শুধু ঘরের তিনি জানতেন। এখন দেখি পর মানুষও জানা শুরু করছে!
হা হা হা আমিও জেনে ফেললাম।
আমরাও যে জানি এ কথাটা একবার ভাবীকে বলে দেখুন।
২৬ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:০৪
সুখী মানুষ বলেছেন: আপনি আমার ভাই। আপনি জানলে সমস্যা নাই কাবিল ভাই।
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪২
এ এস রিপন বলেছেন: হা... হা...পড়ে মজা পেলাম। অল্প বয়সেই পেশায় দক্ষতা অর্জন করেছে!