![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
একজন জিজ্ঞাসা করলেন
- আন্দোলন, ফান্দোলন হবে?
তারে সুজা কোন উত্তর দিলাম না। বললাম, কয়দিন আগে এক আন্টি আমারে ফোন দিয়া বললো
- আউটসোরসিং কেমনে করে একটু শিখাইয়া দিও তো।
ভদ্রলোক অবাক হয়ে কয়
- কী প্রশ্ন করলাম, আর কী উত্তর দিলেন!
ভদ্রলোক বুঝলেন না।
এই দেশের মানুষ এখন কর্মমুখী। ঘরের গৃহীনিটা পর্যন্ত আধুনিক কর্মব্যস্ততায় সাবলম্বী হইতে চায়। মানুষের এখন আন্দোলন করার সময় কই!
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২০
বাংলার ফেসবুক বলেছেন: অনেক সুন্দর হয়েছে।