![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
কল্পদেশে'র কথা। মন্ত্রীর নাম হয়ে গেলো "বন্ধ-মন্ত্রী"। কারন ফেসবুকের মত জিনিস তিনি বন্ধ রাখতে পারছেন!
সমস্যা হইলো, অন্য সব মন্ত্রী/মেয়ররা সমানে লাইন দিচ্ছে বন্ধ-মন্ত্রীর কাছে। তার সার্ভিস এখন সবার দরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী কাচুমাচু হইয়া বললেন
- ডাকাতি বাইড়া গেছে। ফেসবুক বন্ধ করতে পারছেন! ডাকাতি বন্ধ করাতো আপনের বাম আঙ্গুলের একটা গুতা'র কাজও না।
মেয়র সাহেব বিগলিত হাসি দিয়া বললেন
- সব ফুটা বন্ধ করতে হইবো না। আপাতত শুধু ম্যানহোলে'র ফুটাগুলান একটু বন্ধ কইরা দেন, প্লিজ। এইটা আপনের করতেই হইবো...।
(সব চরিত্র কাল্পনিক। কল্পদেশের কথা, কাল্পনিকইতো হবে, তাই না?)
২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০৩
প্রামানিক বলেছেন: দারুণ কথার কথা।
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩০
উচ্ছল বলেছেন: 'কল্প' -এর জায়গায় 'বঙ্গ' নাইবা কল্পনা করলাম।
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪১
দিগন্ত জর্জ বলেছেন: অল্প কথার অনেক অর্থ। ভালো বলেছেন। "যেটা খুলে রাখার দরকার সেটা বন্ধ রেখে যা বন্ধ রাখার কথা সেটাই খুলে রেখেছে" এটাই হচ্ছে আমাদের কল্পদেশের কল্পনীতি।