![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
বিদেশী বন্ধু'র সাথে গেলাম Gloria Jean's Coffees, Gulshan-1, Dhaka এ। কাউন্টারের চরম সুন্দরী, বিনয়ী, ভদ্র মেয়েটাকে বন্ধু জিজ্ঞাসা করলো
- তোমার নাম কী?
মেয়েটা ভুবনমোহিনী হাসি দিয়ে বললো
- অনামিকা।
বন্ধু আগ্রহী হয়ে বললো
- এর অর্থ কী?
কারো সম্পর্কে আগ্রহ দেখাইলে সে খুশী হয়। অনামিকা প্রণখোলা একটা হাসি দিয়ে বলল
- কোন নাম নাই।
বিদেশী বন্ধু পড়লো ধান্দায়। বলল
- একটু আগে তো বললা তোমার নাম, অনামিকা!
এই কথা বলে আমার দিকে তাকাইলো। আমি হাসি দিয়া বললাম
- অহ পুওর গার্ল, সি কুডন্ট ইভেন এফোর্ড এ নেম!
যার অর্থ দাঁড়ায় - আহারে বেচারী, নিজের একটা নাম পর্যন্ত রাখতে পারে নাই!
মজার বিষয় হচ্ছে, এই নিয়া বেচারী অনামিকার কোন কষ্ট দেখা গেলো না। বরং কর্পোরেট হাসির আড়ালে নিজের অজান্তেই সে মন খুলে একটা হাসি দিলো।
২| ১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৪
ইকরাম বাপ্পী বলেছেন: ভালোই বলেছেন
৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ++
©somewhere in net ltd.
১|
১১ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫২
দুরন্ত ইসলাম বলেছেন: সুন্দর আর সাবলীল পোস্টে A+