নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

সুযোগ থাকলে মার্ক জাকারবার্গরে কইস্যা একটা ঝাড়ি দিতাম

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৯

সুযোগ থাকলে মার্ক জাকারবার্গরে কইস্যা একটা ঝাড়ি দিতাম।
তিনি তার মেয়ে মার্ক এর ডায়পার চেঞ্জ করবেন, ভালো কথা। তাই বলে পাবলিকলি এই ছবি দেওয়া লাগবো! আজব!!! তার এই ছবি যে ঘরে ঘরে অশান্তি ছড়ায়ে দিতে পারে, এইটা কি তিনি একটাবারও ভাবতে পারলেন না?

গতদিন সন্ধার পর থেকেই প্রিয় আমার কাছে। বেবি রাইম দেখতে দেখতে ঘুমাইলোও আমার বুকে। এই ফাঁকে তিনি ফেসবুকে হয়ত ঢুকছিলেন। গরম শিশা'র মত কানে কথা ঢুকলো
- তুমিও বাপ, আর অন্যেরাও বাপ।
আমি অবাক হইয়া বললাম
- সন্ধা থেকে প্রিয় তো আমার কাছেই!
তখনই জাকারবার্গের ডায়পার চেঞ্জ করার কথাটা জানলাম। বরফ গলা শীতল গলায় তিনি বললেন
- জাকারবার্গ তার বাবু'র ডায়পার চেঞ্জ করে। তুমি করছো কোন দিন?

চুপসাইয়া গেলাম।
মনে মনে বললাম - ব্যাটা ফাজিল জানি কোনখারকার। বিছানায় আমার জায়গাটায় যে প্রায়ই প্রিয় হিসু কইরা ডায়পার বানায়, এই ভেজা তোশকে যে আমি ঘুমাই। এই ছবি আমি ফেসবুকে দিছি কোন দিন! আইছে, বাপগিরি দেখাইতে। লাভ নাই, কোন অ্যাঙ্গেলে যে কয়দিন পরে খোঁচা খাইবা, তা তুমি নিজেও জানো না বৎস। জাষ্ট ওয়েট এন্ড সি...।

মন্তব্য ৩৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৬

রানার ব্লগ বলেছেন: ঠীকি বলছেন, আজাইরা ভাব দেখালো জুক মিয়া। বাপ যেন আর কেউ হয় না, উনি একাই এই বিশ্ব ভ্রমান্ডে বাপ হইছে। হুহ ।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫১

সুখী মানুষ বলেছেন: অক্করে মনের কথা কইছেন গো ভাই। বাসায় যতক্ষণ থাকি, পোলারে রাখি। আর পোলা'র মা'র ঘ্যানরঘ্যানর শুনি। এমন বাপ হইতে পারবো সে!

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪১

রুদ্র জাহেদ বলেছেন: হাহা।মার্ক জুকারবার্গরে নিয়া আর পারা গেল না :)

১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫০

সুখী মানুষ বলেছেন: হ ঠিক কইছেন। ব্যাটা কত বড় ফাজিল দেখছেন? দুই মাসের ছুটি নাকি নিয়া নিছে। আচ্ছা বলেন তো, দুই দিনের ছুটি নিলেই যেইখানে চাকরী থাকবো কি না ভয় লাগে, সেইখানে দুইমাস পরে ভিজিটর হিসাবেওতো অফিসে ঢুকতে দিবো না!

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ব্যাটা ফাজিল জানি কোনখারকার। বিছানায় আমার জায়গাটায় যে প্রায়ই প্রিয় হিসু কইরা ডায়পার বানায়, এই ভেজা তোশকে যে আমি ঘুমাই। এই ছবি আমি ফেসবুকে দিছি কোন দিন! আইছে, বাপগিরি দেখাইতে। --------

সেইরাম ডায়ালগ ;)

=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫২

সুখী মানুষ বলেছেন: ভৃগু ভাই, গরীবের এতেই সুখ :)
পোলা আমার ঘুম ভাইঙ্গাও বাবা, বাবা বলে চিল্লান দেয় ;)
তাই প্রিয়'র মায়ের হিংসায় পেট ভরা।
এইটুকুন পোলারে ঝাড়ি দিয়া কয়, তোর বাপে সারা দিন তোরে রাখে? তোর বাপে, তোরে খাওয়ায়? গোসল করায়? ...

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯

শাহ আজিজ বলেছেন: আমরা সবাই মিলা সুখী মানুষের জন্য শোক প্রকাশ করে তাকে একটা নতুন তোষক আর অয়েল ক্লথ কিনে দেই, বেচারা :``>>

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০

সুখী মানুষ বলেছেন: আহারে, ভাই আমার... আপনি আমার আপন ভাই। :)

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩

কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । ব্যাটা জুকারবার্গ সুখী মানুষরে অসুখী বানাইয়া দিলো !!! আইসে বাপগিরি দেখাইতে !!

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫০

সুখী মানুষ বলেছেন: হ খাই, খেয়াল করছেন বিষয়টা? সেই দিনের অপেক্ষায় রইলাম, যখন তার বউ তারে ঝাড়ি দিয়া কইবো, ডায়পার চেঞ্জের ছবি দিসো, কিন্তু ওয়েট টিস্যু দিয়া যে আমি হাগুটা মুইছা দিছিলাম, এই ছবি কই!

৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯

দিগন্ত জর্জ বলেছেন: হা হা হা হা হা.. ভালো কইছেন। আমি এহনো বাপ হইনাই তো তাই জুকারের ডায়পারের ব্যাপারটা বেশি একটা খেয়াল করি নাই। তয় আপনার লেখাডা পইড়া তো মনে হইতাছে, হালায় আসলেই সংসারে আগুন লাগানের পাইতারা করবার লাগছে।

আপনার কষ্টের মধ্যেও বিনোদুন নিলাম ভাই। মাইন্ড খাইয়েন না। তয় আপনার প্রতি সমবেদনা জানাই।

১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯

সুখী মানুষ বলেছেন: বাপ হন আগে। এরপর দেখবেন, বাচ্চার মুতের মধ্যেও কত সুখ :) । পারফিওমের গন্ধের চাইতেও ভালো গন্ধ লাগেরে ভাই। বরং হাগু বা মুতু'র গন্ধ যদি একটু কড়া মনে হয়, তখন কলিজা মুচড় দিয়া উঠে, কোন অসুখ না তো আবার!

৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬

দিগন্ত জর্জ বলেছেন: এটা অবশ্য সত্যি কথা বলেছেন। নিজে ব্যাপারটা ফিল করতে না পারলেও, অনেকের অভিজ্ঞতা থেকে শুনছি। বাবা-মায়ের সমস্ত সুখ তো সন্তানের মধ্যেই নিহিত। শুভ কামনা আপনার জন্য।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫১

সুখী মানুষ বলেছেন: দ্রুত ফিল করার ব্যবস্থা করে ফেলেন ;)

৮| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৫

আর্টিফিসিয়াল বলেছেন: :D :D :D :D

৯| ১৩ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৫

রাতুল রেজা বলেছেন: ভাগ্যিস আপ্নে এইটা ফেসবুক এ স্ট্যাটাস হিসেবে দেন নাই। জুকার বাবু দেখলে সাথে সাথে ব্লক খাইতেন ;)

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫২

সুখী মানুষ বলেছেন: এহ আমি এত বোকা নাকি! বাংলায় দিছি তো :) । ব্যাটা তো বাংলার ব ও বুঝবো না। লুল...

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:১৩

অভ্রনীল হৃদয় বলেছেন: হা হা। বড়ই করুণ অবস্থা তো আপনার। :P জুকারবার্গ এটা মোটেও ঠিক করেনি।

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩

সুখী মানুষ বলেছেন: চলেন "নির্যাতিত স্বামী পরিষদ" এর পক্ষ থেকে ব্যাটার বাড়ী ঘেড়াও করি...। এই উছিলায় আমেরিকার ভিসাটাও যদি পাইয়া যাই ;)

১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৪

আরব বেদুঈন বলেছেন: এই জুকারে চোটে ফেইসবুকে ঢুকাই বন্ধ কইরা দিছি।ব্যাটা বেয়াক্কেল ফাজিল এক বারও সাধরণ বাপগোর কথা ভাবে না

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৪

সুখী মানুষ বলেছেন: হ ভাই, বেটা বড়ই বেয়াক্কেল। নিরীহ স্বামীদের বিপদে ফেলে খালি।

১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২২

কলাবাগান১ বলেছেন: কিছুদিন আগে না ঝাড়ি খাইলেন যে প্রিয়র কাথা/কাপড় ধুয়ে ফেস বুকে ছবি দেওয়ার জন্য.... নাকি না দেওয়ার জন্য!!!!!

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৮

সুখী মানুষ বলেছেন: না দেওয়ার জন্য ভাই।
তিনি বাথরুমে গিয়া দেখেন না ধোয়া কাপড়গুলা নাই। পরে বারান্দায় না গিয়া সরাসরি ঢুকছিলো ফেসবুকে। ফেসবুকে ঢুইকা দেখে আমি কোন ষ্টাটাসও দেই নাই। তখন পইড়া গেছিলো বিপদে। ভাবলো, হায় হায় কাপড় তাইলে কই গেলো।

১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৯

ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ! :P

১৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১১

লিও কোড়াইয়া বলেছেন: হা হা হা..... ভাই আপনার বউরে বইলেন, জুকারবার্গ এতো টাকা থাকার পরও চাইনিজ বিয়া করছে, আপনি তো আর সেইটা করেন নাই! আপনার পছন্দ জুকারবার্গ এর থেকে ভালো ( এতে করে বউ খুশি হবে, আগামী এক মাস আর ডাইপার চেঞ্জ করতে বলবে না আপনাকে)!

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৫

সুখী মানুষ বলেছেন: ভাই এই কথা বলছিলাম এক দিন। আমারে কয়, টাকা দেও, আর অভিযোগ করুম না। আমি বললাম, নাহ ঠিক আছে, অভিযোগ করতে পারো। ;)

১৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩০

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: লিও কোড়াইয়া বলেছেন: হা হা হা..... ভাই আপনার বউরে বইলেন, জুকারবার্গ এতো টাকা থাকার পরও চাইনিজ বিয়া করছে, আপনি তো আর সেইটা করেন নাই! আপনার পছন্দ জুকারবার্গ এর থেকে ভালো ( এতে করে বউ খুশি হবে, আগামী এক মাস আর ডাইপার চেঞ্জ করতে বলবে না আপনাকে)!

:#) :#) =p~ =p~

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫১

সুখী মানুষ বলেছেন: ভাই আমার, এত সুন্দর বুদ্ধি আপনি এত দেরীতে দিলেন! কী খাইবেন কন...

১৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৪

মাঘের নীল আকাশ বলেছেন: হাহাহাহাহহাহা...!!!

১৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭

গেম চেঞ্জার বলেছেন: হায় জুকারবার্গ!! তুমি দেহতাসি অহন বাবাগিরিও ফলায়া ছাইড়বা......

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৬

সুখী মানুষ বলেছেন: যাক ব্যপার না। ম্যাক্স তো আমাদের ভাতিঝিই, তাই কি না কন? ভাতিঝি'র মুখের দিকে তাকাইয়া ব্যাটারে মাফ কইরা দিলাম।

১৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

অশোক বলেছেন: হা হা……

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৯

সুখী মানুষ বলেছেন: হাসেন, আরো হাসেন। যেইদিন বউয়ের ঝাড়িতে ফাঁসবেন, সেইদিন বুঝবেন কত গমে কয়টা রুটি।

১৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৪

আলী বলেছেন: দুইমাস পরে ভিজিটর হিসাবেওতো অফিসে ঢুকতে দিবো না!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৬

সুখী মানুষ বলেছেন: ভাইরে এই কথা বাসায় কেমনে বুঝাই! :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.