![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
গোপন কথা আজকাল ওপেন হয়ে যাচ্ছে। কারন প্রিয় সব কথা বলতে না পারলেও, প্রায় সব কথাই বুঝে।
অফিস থেকে ফেরার পথে ইদানিং চকলেট নিয়া বাসায় ঢুকি। আজকে দড়জায় দাড়ায়ে, চকলেট দেখাইলাম। ঢং করে বল্লাম
- প্রিয়, এই চকলেট কে খাবে?
প্রিয় নিরস ভঙ্গিতে বল্লো
- মাম্মা।
ঘটনা বুঝলাম না। যতবারই প্রশ্ন করি, উত্তর একই। কিছুক্ষণ পর পাশ থেকে উত্তর আসলো
- অল্প একটু চকলেট ছিলো প্রিয়, এইটাও বাপের কাছে বিচার দিতে হয়!
(
প্রসঙ্গত বলে রাখি-
কয়দিন আগে চিপস এর প্যাকেট নিলাম ৩ টা। নিয়া দিলাম প্রিয়'র মায়ের কাছে। তিনি প্রিয়কে একটা দিতে দিতে বললেন
- প্রিয়, আমি কিন্তু অন্য মায়েদের মত না। মনে কইরো না সব চিপসই তোমারে দিবো। এইখান থেকে মাম্মাও খাবো।
প্রিয় আমার দিকে তাকায়ে বিচার দিয়ে বললো
- বাবা, অ বাবা...
তারপর মায়ের দিকে ভ্রু কুঁচকায়ে ইশারা দিয়ে বললো, মাম্মা...।
)
২| ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০০
সুলতানা রহমান বলেছেন: আমি মনে করি বাচ্চাদের এটা ছোটবেলা থেকে শেখানো দরকার। কোন কিছুই একা উপভোগ করা ঠিক নয়।
মজা ও পেয়েছি।
২২ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৯
সুখী মানুষ বলেছেন: আমি আপনার মন্তব্যের পথের পথিক। আরো ছোট থাকতেই শেয়ার করা শিখাচ্ছি
কিন্তু চকলেটের ভাগ দিতে শিখতেছে না
৩| ২১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩
মেমননীয় বলেছেন: আমার মায়েদের কথা মনে নেই, কিন্তু আমার বাচ্চদের মা কিন্তু সবকিছু নিয়ে বাচ্চার সাথে কমপিট করে।
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৫
মাহবুবুল আজাদ বলেছেন: হা হা হা