নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

একটা শৈশব-স্বপ্ন

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

গাড়ীর সিট কখনোই তিনি ফাঁকা রাখতেন না। অফিসের কলিগদেরকে সাথে নিয়ে নিতেন। পথিমধ্যে সুবিধামত সবাইকে পিক/ড্রপ দিতেন। তিনি একটা গার্মেন্টের এমডি। গাড়ীটা নিজেই চালাইতেন। আর যাত্রী হিসাবে তারই পাশে হয়ত বসতো কোন এক ওয়াচমেন, কোন এক ম্যানেজার, কোন এক জিএম।

তখন থেকেই ভাবতাম, আমি যদি কোনদিন কোম্পানীর মালিক হই; আমিও ভদ্রলোকের মত হবো। কিন্তু বাংলাদেশ মাশাল্লাহ তরতর করে উন্নত হয়ে যাচ্ছে! আমি ভবিষ্যতে কোনদিন যদি কোম্পানী'র মালিক হই। দেখা যাবে, সবার নিজস্ব গাড়ী আছে। আমার গাড়ী নষ্ট হইলে হয়ত আমার পিওনটাই আমার দিকে একটা সুইট হাসি দিয়ে বলবে, ভাইয়া মে আই অফার ইউ এ লিফ্ট প্লিজ?

কবে হবে এমন সোনার বাংলা আমার? বেসিক চাহিদাগুলাতে কারো যেন কোন কমতি না থাকে। পর্থক্যটা শুধু থাকুক বিলাসিতায়।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

প্রামানিক বলেছেন: এদিন বেশি দূরে নয়।

২| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

মোঃ আবু সিয়াম বলেছেন: ভালই হবে যদি ধনী আর দরিদ্র একই আর্থিক অবস্থায় থাকে।

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

সাইয়িদ রফিকুল হক বলেছেন: সোনার বাংলাকে ভালোবাসতে হবে। আপনার শেষের লাইনটি বিদ্রুপাত্মক মনে হলো।এজন্য কষ্ট পেয়েছি।ধন্যবাদ।

০৩ রা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

সুখী মানুষ বলেছেন: আল্লাহ মাফ করুক। ভাই, মন থেকে বলছি- এ আমার সোনার বাংলা। কবি যেমন করে আ-মরি বাংলা ভাষা বলছিলেন, এমন করে আমিও আহারে বাংলা আমার (কবে এমন হবে, এই অপেক্ষায় আছি) বলছি।

যদি মিনিংটা ভুল উপস্থাপনা হয়ে থাকে, আমি সরি। ঠিক করে দিচ্ছি।

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪১

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার মন্তব্যে খুশি হয়েছি। ভুল বুঝাবুঝির অবসান হলো।
আপনার জন্য শুভেচ্ছা রইলো।
আর আমার ব্লগে আমন্ত্রণ।

৫| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯

টোকাই রাজা বলেছেন: ভালই হইতো যদি আমার মত টোকাই আর ধনীরা একই কাতারে থাকত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.