![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
আমার ফেসবুক ষ্টেটাস কিন্তু জনগণের উপকারে আসে! উদাহরণ দেই -
চিটাগাং গেলাম থার্টিফাষ্টের কনসার্টের কাজে। কনসার্ট শেষ হইলো। মাঠেই খাবারের প্যাকেট দেওয়া হইলো সবাইকে। খাবার শেষে নাদিম ভাই এসে আমাকে বললো
- অরুণ ভাই, প্রিয়'র তেলের বোতলে যে লিকুইড সুপ রাখছিলেন এইটা বড় কাজে দিছে।
আমি অবাক হয়ে বললাম, মানে কী! তিনি বললেন, কয়দিন আগে ফেসবুক ষ্ট্যাটাস দিছিলেন না? ঐযে, প্রিয়'র ছোট্ট একটা তেলের বোতলের মধ্যে আপনি লিকুইড সুপ রেখে তা ব্যাগে রেখে দিছেন! খাবার শেষে দেখি পানি দিয়া হাত ধুয়ে কিছুই হচ্ছে না। পরে আপনার ব্যাগ থেকে লিকুইড সুপ নিয়ে হাত ধুইলাম।
তো, দিলো না কাজে?
১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫২
সুখী মানুষ বলেছেন: মা মনি না বাবামনি... হুম ভালো আছে
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:২৮
কাবিল বলেছেন: প্রিয় মা মনি কেমন আছে ভাইজান?