নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

গান শুনতে শুনতে ঘুম...

১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৮

গান শুনতে শুনতে ঘুমাবো। এমন একটা অদ্ভুৎ নেশা একটা সময় ছিলো। তখন ক্যাসেট প্লেয়ারে গান শুনি। A পিঠে ৩০ মিনিট, B পিঠে ৩০ মিনিট গান থাকতো। TDK'র লং প্লে ক্যাসেট হইলে প্রতি পিঠে ৪৫ মিনিট করে। ১৫ মিনিট বোনাস।
ঘুমঘুম যখন লাগতো, তখনই শুরু হইতো খটখটখট। তারমানে ক্যাসেট শেষ। স্বপ্ন দেখতাম, ইশ অটোষ্টপ হয় এমর একটা ক্যাসেট প্ল্যায়ার যদি থাকতো! কয়েক বছর পর এই স্বপ্নও সফল হলো। এবার বন্ধু শাহীনের কাছে আরেক অদ্ভুৎ জিনিস দেখলাম! এক সাইড শেষ হইলে অটোমেটিক আরেক সাইড শুরু হয়ে যায়! আর এমন করে চলতেই থাকে! প্রায়ই ভাবতাম, আহারে এমন একটা গান শোনার যন্ত্র যদি থাকতো! সারা রাত সাগর সেনে, পান্না লালের ক্যাসেট বাজাইতাম। মানুষ একটানা ঘন্টাখানেকের বেশী ঘুমাইতে পারে না। মাঝে কিছুক্ষণের জন্য ঘুম ভাঙ্গে। তখন হয়ত আধো ঘুমে শুনতাম পান্না লাল গাইছেন
চাইনা মা গো রাজা হতে / রাজা হবার সাধ নাই মাগো / দুবেলা যেন পাই মা খেতে।
কিন্তু এই মূল্যবান স্বপ্ন সফল হইলো না।
ঐদিন ফুটপাথে দেখলাম ১৫০ টাকায় এমপিথ্রি প্লেয়ার বিক্রি হচ্ছে! যার মধ্যে রিপিট সহ নানাবিধ ফ্যাসেলিটিজ আছে! এক সময়ের এত দামি স্বপ্নগুলো এখন কত সস্তা হয়ে যাচ্ছে!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.