![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
বিড়ালের কাঁটা খাওয়া নিয়া উদাহরন বললেন
- এই যে বিড়ালকে দেখেন, কাঁটা খাইতে পছন্দ করে। তাই কাঁটা তার গলায় আটকায় না।
বললাম
- কাঁটা বাইছা মাছ দিয়া দেখছেন কোনদিন বিড়ালকে?
বললেন
- নাহ তা তো দেখি নাই!
একটা মুচকি হাসি দিয়া বললাম
- তাইলে ক্যামনে সিদ্ধান্তে পৌছাইলেন যে বিড়াল কাঁটা পছন্দ করে? বরং সত্য কথাটা হইলো, কাঁটা ছাড়া তার ভাগ্যে আর কিছু জোটবে না জেনেই বিড়াল শিখে নিয়েছে, কিভাবে কাঁটাগুলা সাবধানে খাইতে হয়।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪২
রূপক বিধৌত সাধু বলেছেন: সত্যিই তো!