নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

আমাদের ঘর এখন হয় প্রিয়... এই প্রিয়... নাহয় পিয়... এপিয়...ময়।

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৩

"ডাক পড়া'র মত" কাজ বলে একটা বিষয় আছে। প্রিয়'র হেন কোন কাজ নাই যা ডাক পড়া'র কাজ হয় না।
- সোফার হাতলে দাঁড়ায়ে লাফ দিয়া নিচে পড়ে। চিৎকার দিয়া ডাকতে হয়, প্রিয়...এই প্রিয়... লাফ দিবা না।
- টিভি'র রিমোট হাতে নিয়াই ঢিল দেয়। ডাক দিতে হয় প্রিয়... এই প্রিয়... ঢিল দিবা না।

মজার বিষয় হইলো, গোপনে যদি সে কোন ফন্দি আটে, বিষয়টা আর গোপন থাকে না। কারন গোপনে কোন বান্দ্রামী করার আগে সে আগে দেখে আমরা কেউ তাকায়ে আছি কি না। যদি তাকায়ে না থাকি, তখন নিজে নিজেই বলে, পিয়... এ পিয়...।

কিন্তু কোন লাভ নাই, ওর দিকে নজর দেওয়ার নেনু সেকেন্ডের মধ্যেই ঘটনা ঘটায়ে দেয়। হয় কোন কিছু আছাড় দেয়, না হয় কোন উচা জায়গায় উঠে লাফ দেয়...।

আমাদের ঘর এখন হয় প্রিয়... এই প্রিয়... নাহয় পিয়... এপিয়...ময়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৮

ইনফেকটেড মাশরুম বলেছেন: ঠিক এসব কারণে, আপনি একজন সুখী মানুষ :)

২| ৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫১

বিজন রয় বলেছেন: আমাদের ঘর এখন হয় প্রিয়... এই প্রিয়... নাহয় পিয়... এপিয়...ময়।
হা হা হা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.