![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
iPod Touch ভাঙ্গছে। আমি ঝাড়ি দিছি। ওর মা ছেচা দিছে। আমি অন্যদিনের মত বাঁচাইতে যাই নাই। প্রিয় বুঝতে পারছে যে সে একটা অন্যায় করছে। মাইর খাইয়া কান্দে নাই। উল্টা মাম্মা, মাম্মা বলে ওর মাকে জড়ায়ে ধরছে। আমাকে আইসা বাবা বাবা বইলা জড়ায়ে ধরে।
রাতে প্রিয় ঘুমায়ে গেলো ঠিকই। কিন্তু আমারতো আর ঘুমে ধরে না! পোলাটার মনের উপর দিয়া কি কোন চাপ গেলো! একটু পরপর কপালে হাত দিয়া আদর করি। সারা রাত একটু পরপর ঘুম ভাঙ্গছে। একটু পরপর কপালে হাত দিয়া আদর করি। এক পর্যায়ে দেখলাম, ঘুমের মধ্যে ঘামতেছে। ঘামগুলা হাত দিয়া মুছে মুছে নিজের গেঞ্জিতে নিয়া নিলাম।
সকালে অফিসে আসবো। রেডি হয়ে অপেক্ষা করতেছি কখন প্রিয়'র ঘুম ভাঙ্গবো। ঘুম থেকে উঠে চোখ খোলেই একটা বেহেস্তি হাসি দিলো। দিয়া বললো, বা---বা।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৫
ভুমিসংকর বলেছেন: ঝাড়ি না দিয়ে আদর করে বুঝিয়া বললে ভালো হতো । ডাক্তাররা বলেন - ছোটবেলায় যে শিশুরা বেশি বেশি বকুনি খায়, তারা বড় হয়ে ভীতু ও আত্মবিশ্বাসহীন হয় । আপনার ছেলের জন্য ভালোবাসা রইল
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৫
আহলান বলেছেন: ধ্যুর মিঞা ... আই পড .... ! হেইডাতো বাজারেও কিনতে পাওয়া যায় ..প্রিয় পাওয়া যায় নি !! খিয়াল কৈরা ....
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১১
বাকপ্রবাস বলেছেন: সুখী মানুষ
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২
বিপরীত বাক বলেছেন: সহজ ও সুন্দর।
ভাল লাগলো।
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪
আহসানের ব্লগ বলেছেন: আসলেই সুখী মানুষ । মাশাল্লাহ ।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৫
গোধুলী রঙ বলেছেন: সুখী মানুষ