![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
লেখালেখিও এক ধরণের ভালোবাসা। সময়, সুযোগ, পরিস্থিতি তৈরী না হইলে আগানো যায় না।
মাথায় "আমার দেখা রাতগুলি"র অন্তত দুইটা পর্ব ঘুরতেছে। ঘটনা প্রবাহ, চরিত্র সব কিছু মাথার ভেতর ঘেনঘেন করে বলতেছে - লেখে ফেলেন, লেখে ফেলেন...। কিন্তু ঐ যে, ঐ কারনে আগানো যাছে না।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৯
রানা আমান বলেছেন: লেখে ফেলেন, লেখে ফেলেন , আমি অপেক্ষায় আছি , পড়বো ।