![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
কলিগ আবেগে গদগদ হইয়া বললো
- তোমরাইতো ফ্যামিলি। বাসায় কতক্ষণ থাকি আর তোমাদের সাথে কতক্ষণ থাকি, বলো?
আবেগ খুব খারাপ জিনিস, তা খুব দ্রুত ছড়ায়ে পড়ে। তাই বিষয়টাকে হালকা করার জন্য বললাম
- সরি ভাই, আমি তোমার ফ্যামিলি হইতে পারবো না।
ভদ্রলোক ভ্রু কুঁচকায়ে আমার দিকে তাকাইলেন। ভাবলেন আমি তারে আঘাত করলাম কি না। একটা মুচকি হাসি দিয়া বললাম
- তোমার ফ্যামিলি তোমারে একটা ছেলে দিছে। এখন আমার কাছেও তুমি যদি বাচ্চা আশা করো, তাইলেতো বিপদ। এই জিনিস আমি তোমারে ক্যামনে দিবো?
এইবার ভদ্রলোক হাসলেন। প্রাণখোলা, নির্মল হাসি। প্রাণখোলা নির্মল হাসি খুব ভালো জিনিস। দেখার পর মনে হয়না দুনিয়াতে কোন দুঃখ আছে।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪০
শারমিন রাবেয়া বলেছেন: ভালো বেশ ভদ্রস্থ অসাধারন উত্তর