![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
নাম ধরে ডাকা নিয়া এক ভদ্রলোকের আপত্তি। দুঃখ করে বললেন
- চিন্তা করেন, আমার চাইতে নীচের পোষ্টে চাকরী করতো। এখন এর কাছে, ওর কাছে নাকি আমার নাম ধরে কথা বলে।
বললাম
- আপনার তো খুশি হওয়ার কথা! সবাইতো এই স্বপ্নটাই দেখে যে মানুষ আমার নাম ধরে ডাকবে।
এই ধরণের কথায় এমন উল্টা করে সাধারণত বলা হয় না। মুচকি হাসি দিয়া বললাম
- পরীক্ষার খাতায় কোন দিন লেখছেন "রবীন্দ্রনাথ ভাই বলেছেন ..." । মানুষ বড় হয়ে গেলে, জনগণ তারে সম্পর্কের উর্ধে নিয়া যায়, এইটাও এক ধরণের সম্মান।
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মানুষ বড় হয়ে গেলে, জনগণ তারে সম্পর্কের উর্ধে নিয়া যায়, এইটাও এক ধরণের সম্মান।
একদম ঠিক। ধন্যবাদ সুখী মানুষ।