![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
খাওয়া দিতে দেরী হইতাছে। হুজুর গলা খাকারি দিলেন। ভিতর থেকে মহিলা বললেন
- কী হইছে হুজুর?
হুজুর বললেন
- নাহ কিছু না। হাজার মাইল দূরে একটা কুত্তা তাড়াইলাম।
ভাত দেওয়া হইলো হুজুরকে। সাথে তরকারী নাই। হুজুর আবার গলা খাকারী দেয়। মহিলা কোন উত্তর দেয় না। কতক্ষণ পরে হুজুর লজ্জা শরমের মাথা খাইয়া বললো
- কি গো ভালা মাইনসের জি, তরকারী নাই সাথে?
মহিলা তখন কোমরে আঁচল গুইজা, হাতে ঝাড়ু নিয়া আইসা কয়
- হাজার মাইল দূরে কুত্তা দেখোছ ভন্ড, ভাতের নীচে কই মাছ দেখোছ না!
-০-
ঢাকা-চিটাগং নাকি ২৫০ কিলোমিটারের ৪ লেন ফ্লাইওভার হইবো, ভালো কথা। কিন্তু-
মেঘনা আর গোমতি দুই নদীর উপর দিয়া ব্রিজ পার হইতে দিতে হয় ৪০ টাকা। কিন্তু মেয়র হানিফ ফ্লাইওভার হইলো রাস্তার উপর দিয়া রাস্তা। এতেই দিতে হয় ৮৫ টাকা! খেলা এইখানেই শেষ না। বুদ্ধি কইরা আবার নীচের রাস্তা নষ্ট রাখা হয় বারো মাস। শুধু কি নষ্ট! জ্বী না, ছোটখাটো পুকুর সাইজের গর্তও বুজানো হয় না। তারমানে নীচে দিয়া মাগনা কেন যাবি? গেলে ৮৫ টাকা দিয়া উপর দিয়া যা। আর বাসের ক্ষেত্রে তো টাকাটা কয়েকগুন বেশী।
এখন এই ফ্লাইওভারের ইনকামে অনুপ্রাণিত হইয়া যদি ঢাকা-চিটাগাং ফ্লাইওভারেও একই কাজ করা হয়! নীচের রাস্তায় তখন দীঘি করে মাছ জিয়ানো হবে। আর উপর দিয়া গেলে গাড়ী বেঁচে তার টুল দিতে হবে। যদি না হয় তো ভালো, যদি হয় তো অভিজ্ঞতা কাজে দিবো, এই আরকি।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৪
জাহিদ হাসান বলেছেন:
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১২
সুমন কর বলেছেন: দু'টোই ভিন্ন রকম এবং দারুণ !!!
+।
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: দুঃখজনক বাস্তবতা।
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫
অবিবাহিত জাহিদ বলেছেন: সব সম্ভবের দেশে এসব মামুলি বিষয় কথাটাই সত্যৗ
৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯
রক্তিম দিগন্ত বলেছেন: মাছে-ভাতে বাঙালী।
ঐতিহ্য রক্ষা করতে এরচেয়ে বড় পন্থা আর কী হতে পারে? সাথে সব মিলিয়ে তো সরকারের কোন ক্ষতি নেই।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮
মোস্তফা সোহেল বলেছেন: সব সম্ভবের দেশে এসব মামুলি বিষয়