![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
প্রচন্ড শব্দে গান বাজতেছে - এক বার ছুঁয়ে দে তুই...। প্রথম লাইন চলার পরেই গান চেঞ্জ। এরপর শুরু হইলো, পাগলু থোরাসা কারলে রোমান্স। অল্প একটু বাজা'র পর আবার চেঞ্জ। এরপর বাজছে সোনা বন্ধু তুই আমারে ভোতা দাও দিয়া ... । প্রত্যেকটা গান একটু বাজে তারপরেই চেঞ্জ।
আজ একুশে ফেব্রুয়ারি। ভদ্রলোক কি এখনো দেশাত্ববোধকের ফোল্ডারটা খুঁজে পাচ্ছেন না? কারো কারো জন্য টিডিকে, সনি'র ক্যাসেট প্ল্যায়ারই ভালো। সবাই এমপিথ্রি প্ল্যায়ার সহ্য করতে পারে না।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩২
মহা সমন্বয় বলেছেন: আজ একুশে ফেব্রুয়ারি। ভদ্রলোক কি এখনো দেশাত্ববোধকের ফোল্ডারটা খুঁজে পাচ্ছেন না?
হা হা
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৯
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: হা হা হা !!!!!!!!!!!!!!!!!
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৫
আব্দুল্লাহ তুহিন বলেছেন: হায়র, আর আমাদের বাসার সামনে তোহ কাল রাত থেকেই হিন্দি গান বাজতেছে।
একুশ নিয়ে আমার এ পোস্টটা পড়ার জন্য অনুরোধ রইল,
পোস্ট লিংক