![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
দুর্ব্যবহারটা করতে পারলাম বলে শান্তি লাগতেছে। না করতে পারলে অপরাধবোধে ভোগতাম।
সামনের রিক্সায় হুলস্থুল টাইপের এক সুন্দরী মেয়ে। এমন মেয়েরা সাধারণত রিক্সায় হুড তুলে দেয়। কী মনে করে যেন মেয়েটা হুড তুলে নাই। আমি যে রিক্সায় আছি, এই রিক্সাওয়ালা বিনা কারনে ধুম করে একটা ধাক্কা দিলো সামনের রিক্সায়। একটু পরে আরেকবার!
রিক্সাওয়ালাটা বয়সে মনে হয় আমার চাইতে দুই চার বছর বড়ই হবে। ধমক দিয়া বললাম
- এই থাম, থাম তুই...
ভ্যাবাচ্যাকা খেয়ে সে থামলো। কত বড় বেয়াদব এরপরেও ঘাড় বাঁকা করে জিজ্ঞাসা করে
- কী হইছে কন
কর্কশ কণ্ঠে বললাম
- চড়ায়ে যখন গালের মাংস ছিড়া ফেলবো তখন বুঝবি কী হইছে। সামনের রিক্সায় ধাক্কা দিলি কেন?
রিক্সাওয়ালা মাথা নীচু করে রিক্সা চালানো শুরু করলো। সামনের রিক্সার সাথে অন্তত দুই হাত দূরত্ব রেখে। যাক শিক্ষাটা সহজেই নিলো।
নারী যে নিজেই শুধু সুন্দর তা না, নারীকে সম্মান করার বিষয়টাও সুন্দর।
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫১
হাইপারসনিক বলেছেন: ভালইত
৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ঠেলার নাম বাবাজী!
৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২
তার আর পর নেই… বলেছেন: শুনেই ভাল্লাগতেছে। সব জায়গায় যদি আপনার মতো এইরকম সুখী মানুষ থাকতো।
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
আব্দুল্লাহ তুহিন বলেছেন: আপনার সাথে সহমত,,ভ্রাতা।
৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: নারী যে নিজেই শুধু সুন্দর তা না, নারীকে সম্মান করার বিষয়টাও সুন্দর।
খুব সুন্দর কথা বলেছেন ভাই। তবে নারী যদি তার সৌন্দর্য উদারভাবে প্রদর্শন করে বেড়ায় তবে সবাই আপনার মত সুন্দর থাকবে না প্রকৃতিগত/সৃষ্টিগত কারণেই! আর সেজন্যই আল্লাহ তা'লা পুরুষ এবং নারী উভয়ের জন্য পর্দার বিধান দিয়েছেন। আর সেটাও মানুষের মংগলের জন্যই।
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১২
খোরশেদ আলম সৈকত বলেছেন: ভাল লাগল
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
গেম চেঞ্জার বলেছেন: ভাল কাজ।