![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
- একটা পাখী তার বাসা বানায় এক বা দুই দিনে, একটা ইঁদুর তার গর্ত বানায় এক রাতে। অথচ সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হইলো মানুষ। এই মানুষ তার বাসা বানাইতে বানাইতে প্রায় তিরিশ বছর লাগায়!
এত সুন্দর কথা বলা মানুষটার নাম Jon Jandai। ভদ্রলোক থাইলেন্ডের মানুষ। শহরের কঠিন জীবন দেখে তিনি মনে মনে ভাবলেন, জীবনতো এত কঠিন না! তিনি চলে গেলেন গ্রামের বাড়ী। কুঁড়ে ঘর বানালেন। চাষাবাদ শুরু করলেন। বীজের প্রতি অসীম গুরুত্ব দিলেন। কারন বীজ নাই তো শস্য নাই। শস্য নাই তো খাওয়া নাই...। হাসি দিয়ে বললেন, মানুষের অনেক টাকা আছে। কিন্তু কোন ঘর নাই। আর আমার কোন টাকা নাই। অথচ আমার অনেকগুলা ঘর।
ভদ্রলোকের সুন্দর কথাগুলো শোনে দেখতে পারেন।
https://www.youtube.com/watch?v=21j_OCNLuYg
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১১
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: Life is really difficult but beautiful।