![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
১৯৯১ সালের কথা। বিলগেটস আর ওয়ারেন বাফেটের দেখা হইলো। বিল গেটস খুব আগ্রহ ভরেই বললো
- আমি আপনাকে একটা কম্পিউটার দিতে চাই।
কিন্তু ওয়ারেন বাফেট বললো
- দেখো এই যন্ত্র দিয়ে আমার কী হবে তা আমি জানি না। পাঁচ মিনিট পর পর আমার ষ্টকের অবস্থা জানাটা আমার জন্য কোন দরকারি কিছু না। এমনকি ইনকাম টেক্সের হিসাবও আমি মুখে মুখে করে ফেলতে পারি।
বিল খুব শান্ত মানুষ। নরম হয়ে বললো
- কম্পিউটারের সাথে আমি আমার কোম্পানির সবচেয়ে এক্সপার্ট মেয়েটাকে তোমার কাছে পাঠাবো। সে এসে বুঝিয়ে দিয়ে যাবে এই যন্ত্রটা তোমার কত কত কাজে লাগবে।
বাফেট নিষ্ঠুরের মত বললো
- প্রস্তাবটা একেবারে ফিরিয়ে দেওয়ার মত না। তবে আমি ফিরিয়ে দিচ্ছি।
-০-
ওয়ারেন বাফেটের মত এত বুদ্ধিমান মানুষও যদি এত বড় ভুল করতে পারেন। তবে আমিতো কোন ছাড়! তাই আশেপাশের প্রত্যেকটা মানুষকেই যথাসাধ্য মর্যাদা আমি দেই। মাঝেমাঝে কেউ কেউ বলে বসেন, ওমুককে আপনি এত গুরুত্ব দেন কেন? এরে গুরুত্ব দেওয়ার কী আছে? কে জানে, এখন যাকে গুরুত্ব না দিবো, সেই লোকই হয়ত দশ বছর পর মানবকল্যাণের সবচেয়ে বড় কোন একটা কাজ করে ফেলবে। এখন যদি গুরুত্ব দেই, তাহলেতো সেইদিন অন্তত গর্ব করে বলতে পারবো, লোকটার সাথে একসময় আমার খুব জানাশোনা ছিলো।
©somewhere in net ltd.
১|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৮
কল্লোল পথিক বলেছেন: সহমত।
চমৎকার পোস্ট।