![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
গল্প লেখে একবার পুরস্কার পেয়ে গেলাম। থুক্কু ভুল বললাম, পুরস্কার পাবার প্রতিশ্রুতি পেয়ে গেলাম। http://www.golpokobita.com নামের একটা ওয়েবসাইটে গল্প দিলাম। তারা বললো আমি দ্বিতীয় বিজয়ী হয়েছি। হাজার খানেক টাকা'র মত কিছু একটা পুরস্কার ছিলো। ঘোষণাও করা হইলো যে এই টাকা দেওয়া হবে।
হাজার খানেক টাকা আমার কাছে কোন টাকা না। কিন্তু বউ যেহেতু লেখালেখি পছন্দ করে না। ভাবলাম এই টাকাটা দিয়া খুব মায়াভরা কোন একটা গিফ্ট কিনে বউরে দিবো। অন্যপ্রকাশের পৃষ্ঠপোষকে যে ওয়েবসাইট চলে, তারা রোমান্টিক না হয়ে পারেই না। তাই তারা এখনো অপেক্ষায় রেখেছে। আহা এই রোমান্টিক অপেক্ষা বড়ই মধুর। বছর পাঁচেক হয়ে গেলো মনে হয় অপেক্ষার।
-০-
একটা চকলেট হাতেনাতে পেয়ে গেলাম আজ। ভদ্রলোক রুমে এসে চকলেটটা দিয়ে বললেন
- দাদা আপনার সব লেখা পড়ি। অনেক লাইক থাকে, তাই আলাদা করে আর লাইক দেই না। আর লেখা'রতো অভ্যাস নাই, তাই কমেন্টও করা হয় না।
আহারে, লেখক মনে এ কত বড় সুখ তা অন্য কেউ কি আদৌ বুঝবে!
গল্প লেখে একবার পুরস্কার পেয়ে গেলাম। থুক্কু ভুল বললাম, পুরস্কার পাবার প্রতিশ্রুতি পেয়ে গেলাম। http://www.golpokobita.com নামের একটা ওয়েবসাইটে গল্প দিলাম। তারা বললো আমি দ্বিতীয় বিজয়ী হয়েছি। হাজার খানেক টাকা'র মত কিছু একটা পুরস্কার ছিলো। ঘোষণাও করা হইলো যে এই টাকা দেওয়া হবে।
হাজার খানেক টাকা আমার কাছে কোন টাকা না। কিন্তু বউ যেহেতু লেখালেখি পছন্দ করে না। ভাবলাম এই টাকাটা দিয়া খুব মায়াভরা কোন একটা গিফ্ট কিনে বউরে দিবো। অন্যপ্রকাশের পৃষ্ঠপোষকে যে ওয়েবসাইট চলে, তারা রোমান্টিক না হয়ে পারেই না। তাই তারা এখনো অপেক্ষায় রেখেছে। আহা এই রোমান্টিক অপেক্ষা বড়ই মধুর। বছর পাঁচেক হয়ে গেলো মনে হয় অপেক্ষার।
-০-
একটা চকলেট হাতেনাতে পেয়ে গেলাম আজ। ভদ্রলোক রুমে এসে চকলেটটা দিয়ে বললেন
- দাদা আপনার সব লেখা পড়ি। অনেক লাইক থাকে, তাই আলাদা করে আর লাইক দেই না। আর লেখা'রতো অভ্যাস নাই, তাই কমেন্টও করা হয় না।
আহারে, লেখক মনে এ কত বড় সুখ তা অন্য কেউ কি আদৌ বুঝবে!
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৫
সুখী মানুষ বলেছেন: গল্পকবিতা আসলে আমাকে কোন পুরস্কার দেয় নাই। তারা ওয়াদা রাখে নাই।
তারমানে লেখালেখি জীবনে প্রথম পুরস্কারটাই আসলে ছিলো ভুয়া।
আজ একজন একটা চকলেট দিয়ে বললেন, আমার লেখা তার পছন্দ। তাই এই পুরস্কারটা আমার কাছে অনেক বড় মনে হয়েছে। এট লিষ্ট গল্পকবিতা ডট কমের মত এইটা ভুয়া পুরস্কার না।
২| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:৩১
সৌহার্দ্য মুত্তাকিন বলেছেন: নগদে পাওয়া যায় নগদ খুশি
©somewhere in net ltd.
১|
২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৯
ঢাকাবাসী বলেছেন: বুঝি নাই!