![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
"এ্যাই ছেলে" বলে ডাক দিলেন বাংলার ম্যাম
ব্যাগ থেকে চিরুনী বের করে
আঁচড়ে দিলেন অগুছালো চুলগুলা।
মাথাটা একটু পিছনে নিলেন
ভ্রু কুঁচকে দেখলেন
চুলগুলো আবারো এলোমেলো করে দিলেন।
বললেন, অগুছালোই তোমাকে মানায়।
বিদায়ের দিনে ম্যাডাম তার মেয়েকে নিয়ে এলেন
"এ্যাই ছেলে" বলে ডাকলেন
চুলগুলো আরো অগুছালো করে দিয়ে বললেন
ভালো থেকো
আচ্ছা ম্যামের ডানাকাটা পরীটা কি
অগুছালো ছেলে পছন্দ করে না!
১/৩/২০১৬, ঢাকা।
২| ০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:৩০
মোস্তফা সোহেল বলেছেন: ছেলেটা চমৎকার, ডানাকাটা পরীটা নিশ্চয় পছন্দ করবে।
৩| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:০২
বিজন রয় বলেছেন: আপনার পোস্ট।
থিম থাকে।
+++++
০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:০৮
সুখী মানুষ বলেছেন: থিম আছে কি না জানি না, তবে পাঠক যে নাই তা প্রমানীত। আপনারা কয়েকজন একেবারে আপন লোক ছাড়া, আর কেউ কমেন্ট করতে দেখছেন?
৪| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:১১
উল্টা দূরবীন বলেছেন: অদ্ভুত সুন্দর
৫| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:৪০
আরাফআহনাফ বলেছেন: "ডানাকাটা পরী" আছে নাকি?
থাকলে আপনার হয়ে যাক।
৬| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১:২২
দিগন্ত জর্জ বলেছেন: ডানাকাটা পরী তো, অগোছালো ছেলেকে পছন্দ করার কথা।
৭| ০১ লা মার্চ, ২০১৬ বিকাল ৫:৪০
সোজোন বাদিয়া বলেছেন: তারপরের ঘটনাটা গোপন করলেন কেন? যাক আপনার নিক দেখে আন্দাজ করে নিচ্ছি ।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:২৯
সৌহার্দ্য মুত্তাকিন বলেছেন: সম্ভবত নিশ্চিত আমি - না.!