নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

প্রিয়\'র রাগ

০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৮

"আঈন" মানে হইলো আসো। প্রিয় কতক্ষণ ডাকাডাকি করলো
- বাবা আঈন, বাবা আঈন...
এতক্ষণ ওর সাথে ক্রিকেট খেলে আমি ক্লান্ত। বললাম, বাবা একা একা খেলো। বাবা রেষ্ট নেই। কিন্তু কে শোনে কার কথা! শুয়ে ছিলাম, হাতের আঙ্গুল ধরে টানাটানি শুরু করলো, বাবা আঈন, বাবা, এই বাবা, আঈন...। শোয়া থেকে উঠলাম, চোখ রাঙ্গানি দিলাম, ধমক দিয়া বললাম
- প্রিয়..অঅ... যাও..ও...

প্রিয় আমার হাতের আঙ্গুল ছাড়লো। খাট থেকে নামলো। আমার দিকে তাকায়ে আছে। ঘাড় টা বাঁকা করে দাঁড়ায়ে রইলো। আমি আঁড় চোখে দেখতেছি। ছোটবেলায় দেখতে আমি হুবহু ওর মত ছিলাম। ঠিক এমন করেই রাগ করতাম। ষ্টিল ছবি'র মত শৈশবের কয়েকটা স্মৃতি মনে পড়া শুরু করলো। কতক্ষণ পর প্রিয় রুম থেকে চলে গেলো। আমি মনে মনে বললাম, এত সহজে হাল ছাড়ার পাত্রতো আমি শৈশবে ছিলাম না! পোলা আমার এত ভদ্র হইলো ক্যামনে!

প্রিয়'র নানু তরকারী কাটতেছিলো। সরাসরি সেইখানে গিয়ে সে হাজির হইলো। ওর নানুকে ধরে পুরা ঝুলে রইলো। সর্বোচ্চ শক্তি দিয়া বলা শুরু করলো
- নান আঈন, নান, এ্যাই নান, আঈন...

অবস্থা বেগতিক দেখে সব কাজ ফেলে প্রিয়'র নানু তার সাথে আসলো। প্রিয় তার নানুকে নিয়ে আমার রুমে হাজির। আমি তখনো শোয়া। প্রিয় হুড়মুড় করে খাটে উঠলো। দাঁত কিড়মিড় করতে করতে দুই হাতের সমস্ত শক্তি দিয়া খামচি দিয়া ধরলো আমাকে। একা একা সাহস পায় নাই, তাই শক্তি হিসাবে নানুকে নিয়া আসছে। মনে মনে বললাম, শৈশবে এত বুদ্ধি আমার ছিলো না রে বাপ।

এরপর উঠলাম। বললাম, চলো ক্রিকেট খেলি। কিন্তু না, সে আর আমার সাথে খেলবে না। ফাইনালি মনেমনে বললাম
- এক্কেবারে মায়ের স্বভাব পাইছে। ছোবলও দিবো, মুখও ফিড়ায়ে নিবো...

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪১

কাবিল বলেছেন: বাবার মত রাগ, মায়ের মত অভিমান আর নিজের মত বুদ্ধি হইছে।




প্রিয়'র জন্য শুভকামনা রইল।

১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩১

সুখী মানুষ বলেছেন: আপনার ভাতিজাকে দেখার আমন্ত্রন দিয়ে রাখলাম, যেদিন ফ্রি থাকেন জানাবেন।

২| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৫

তার আর পর নেই… বলেছেন: মনে মনে কিন্তু প্রিয়র. মারে একটা কথা বলে ফেললেন :P

সুখী মানুষ, আপনি কমেন্টের উত্তর দেন না কেন?

১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:৩০

সুখী মানুষ বলেছেন: আনন্দে আপনাদের কমেন্টই বারবার পড়ি, উত্তর দেওয়ার চাইতেও কমেন্টগুলা পড়তেই বেশী মজা লাগে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.