নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

প্রিয়\'র বাবার আজ মন খারাপ...

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪১

সকাল বেলা বড় একটা অপরাধ করে আসছি। মনটা বিক্ষিপ্ত হয়ে আছে তাই। অফিসে আসার সময় প্রিয়কে যখন বলি
- প্রিয়, বাবা অফিস যাই?
মুড ভালো থাকলে সে ঘাড়টা কাঁত করে বলে, আত্তা। আর যেদিন মুড অফ থাকে সেদিন আস্তে করে বাম হাতটা নেড়ে টাটা দিয়ে বসে থাকে। আজকে আসার সময় বললাম, প্রিয়, বাবা অফিস যাই? ওমা! বালিশে মুখ গুঁজে সে বললো, না। কাঁধের ব্যাগ নামায়ে রাখলাম। বাপ-বেটা কতক্ষণ কুস্তাকুস্তি খেললাম। আবার বললাম, বাবা অফিস যাই? সে আবারো বললো, না।

এদিক দিয়ে অফিসের দেরী হয়ে যাচ্ছে। বললাম
- প্রিয় তুমি বারান্দায় যাও। বাবা নীচে গিয়ে তোমাকে টাটা দিবো।
এই জিনিসটা প্রিয়'র খুব পছন্দ। সে রাজি হইলো। দড়জা দিয়ে বের হওয়ার পর আমি মানসিক ভাবে অফিসে ঢুকে গেলাম। নীচে নেমে ভুলেই গেলাম, প্রিয় উপরে আমার দিকে তাকিয়ে আছে। গাড়ীতে উঠে গেলাম। মোবাইল ফোনে খুব জরুরী কয়েকটা জিনিস চ্যাক করতে লাগলাম।

কয়েক সেকেন্ড পরেই মনে হইলো, হায় হায় পোলারেতো টাটা দেই নাই! মুখ ফুটে কথাটা বেরও হয়ে গেলো। ড্রাইভার বললো, স্যার ফেরত যাই? বললাম, নাহ থাক। বাসায় ফোন দিলাম। প্রিয়'র মা খেপে আগুন। বলতেছে
- পোলাটা তোমারে দুই, তিন বার ডাকলো, তুমি শোনলাই না! কী করতেছিলা মোবাইলে? ফেসবুকিং নিশ্চয়ই। এই ফেসবুক মানুষের আর কী কী ক্ষতি করবো!

আমি কোন কথার প্রতিউত্তর করলাম না। প্রতিউত্তর করার মত সিচুয়েশনে আমি নাই। বলতে পারলাম না, বউ অফিস ইন্টারনেট নাই সকাল থেকে। আমি মোবাইলে চেক করতেছিলাম, ইন্টারনেটের লাইন ঠিক হইলো কি না।

মনটা বড় বিক্ষিপ্ত হয়ে আছে। প্রিয়'র ছোট মনে হয়ত যুক্তি ঢুকে যাবে যে বাবা কথা দিয়ে কথা রাখে না। যা আমি কখনোই চাই নাই। পৃথিবীর কেউই বাবাগিরিতে দ্বিতীয় হইতে চায় না। সবাই শ্রেষ্ট বাবা হইতেই চায়।

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০৩

সুহৃদ আকবর বলেছেন: অসাধারণ লিখেছেন।ভালো লাগল।

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৯

সুখী মানুষ বলেছেন: কষ্টের কথা গুলা লেখে আপনাদের মধ্যেও তা দিয়ে দিলাম :)

২| ১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৬

বিজন রয় বলেছেন: প্রিয় কেমন আছে?

১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৮

সুখী মানুষ বলেছেন: জ্বি ভালো আছে :) খুউব দুষ্ট.. খুউব... ধমক দিলে ভয় পায় না, উল্টা জিহ্বা বের করে ভেংচি দেয়।

৩| ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:০৩

বিজন রয় বলেছেন: প্রিয়কে ধমক না দেওয়ার জন্য অনুরোধ করছি, আদর করে হলেও।

আর আমার ওখানে আপনার একটি মন্তব্য চাচ্ছি। আর কোন চাইব না, শুধু একটি বার।

১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০২

সুখী মানুষ বলেছেন: ধমক তো আদরের ধমক দেই ;) । ব্যাটা উল্টা আমাকে খামচি দেয়। এইটা বাপ-ব্যাটার একটা খেলা।

৪| ১২ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৩২

কাবিল বলেছেন: পৃথিবীর কেউই বাবাগিরিতে দ্বিতীয় হইতে চায় না। সবাই শ্রেষ্ট বাবা হইতেই চায়।
সুন্দর বলেছেন।
আশার সময় প্রিয়'র সাথে দেখা না হওয়াতে প্রিয়'র কতটা মন খারাপ হয়েছে তা অনুমান করা যায়।

আজকে প্রিয়কে টাটা না দেওয়াতে আপনার বাবাগিরিতে ২ মার্ক কেটে নেওয়া হইল, না কি বল ভাতিজা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.