![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
খালি কলসি আমি নিজে জন্মগত ভাবেই। আমার পুত্রও এই ক্যাটাগরিতে যুক্ত হইছে।
গতদিন তারজন্য একটা ম্যাগনেটিক স্লেট নিয়ে গেছি। লেখা শেখা'র আগেই সে মুছা শিখে গেলো। তিনটা দাগ দিয়ে যে A লেখতে হয় তা শিখানোর চেষ্টা করলাম। ঘন্টাখানেক তিড়িং বিড়িং আঁকাইলো। প্রিয় যা ই আঁকে আমি বলি
- ওয়াও.. সুন্দর, আবার আঁকো।
কতক্ষণ পর প্রিয় একটা কিঞ্চিৎ সরল রেখা আঁকতে সমর্থ হইলো। ব্যাস...। ঘর ফাটায়ে চিল্লানি শুরু করলো - এ্যা.....। এই চিল্লানি তার আর থামে না, ঘুমানোর আগ পর্যন্ত গলা ফাটানো চিৎকার চলতেই থাকলো, এ্যা... এ্যা....।
২| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫১
মোস্তফা সোহেল বলেছেন: আজকালকার বাচ্চা বলে কথা
৩| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:০৮
বিদ্রোহী সিপাহী বলেছেন: ডিজিটাল ভাই ডিজিটাল...
নইলে আঁকার আগেই মুছতে শিখল? (এ যে বাপের আগেই....)
একরাশ ভালবাসা রইল প্রিয়'র প্রতি...
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২০
বিপরীত বাক বলেছেন: ওরে ডাবল A প্লাস দিলাম।