নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

প্রিয়\'র মায়ের সাথে অর্ধযুগ পার করে ফেল্লাম।

১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:১৬

প্রিয়'র মায়ের সাথে অর্ধযুগ পার করে ফেল্লাম।
কখনো ভালোবাসি টাসি বলা হয় না। অবশ্য ভালোবাসি কি না ফিলও করি না!

ডান হাত, বাম হাত এইগুলারে কি কখনো বলি যে হাতরে তোদেরকে খুব ভালোবাসি? বুকের ঠিক মাঝখানে ধুকধুক করে যে যন্ত্রটা আমারে বাঁচায়ে রাখছে তারেওকি এই সব বলা হয়?

তিনিও আছেন, এমনই অচ্ছেদ্য কিছু একটা হয়ে।

(আমার মত অথর্ব একটা মানুষকে নিয়ে যিনি ছয় বছর সংসার নামক জটিল যন্ত্রটা একাই চালাচ্ছেন। তিনি মোটেও সাধারণ কেউ না।)

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩৫

বিজন রয় বলেছেন: দারুন ব্যাপার।
আপনাদের জন্য শুভকামনা রইল।

আমার ওখানে যদি একটি মন্তব্য করতেন!

১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০২

সুখী মানুষ বলেছেন: ভাইরে পড়ি, কিন্তু মন্তব্য করতে ভয় হয়। কবিতা যে আমি কম বুঝি তার প্রমান দেই আপনাকে? গত ৭/৮ বছর ধরে সামহয়্যারে কবিতা লেখলাম, দেখেন কোন পাঠকই নাই ;)

২| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৬

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: অভিভূত হলাম অাপনার ভালোবাসা প্রকাশের ধরণ দেখে।
সত্যিকার অর্থে আমি খুব ভাবুক টাইপের মানুষ, বলতে পারেন অনেকটা রোমান্টিক। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনে প্রচুর কবিতা পড়েছি ও লিখেছি। অন্যের হয়ে কতো যে প্রেমের চিঠি লিখে দিয়েছি বন্ধু বান্ধবকে। কতো জনকে কতো ভাবে যে শিখিয়ে দিয়েছি কিভাবে ভালোবাসা প্রকাশ করতে হয়, কিভাবে বলতে হয়। কিন্তু মজার ঘটনা হলো আমাদের দাম্পত্য জীবনের প্রায় পাঁচ বছরে একবারেও মনে পড়ে না কখনো তাকে বলেছি “ভালোবাসি তোমাকে”। জানিনা কেন যেন, কেমন যেন লজ্জা লাগে। বলা বাহুল্য, আমাদের বিয়েটা হয়েছে অভিভাবক পর্যায়ে প্রস্তাবনা পাঠানোর পরবর্তী দীর্ঘ সাত মাসের যুদ্ধ পক্রিমার পর। অামিই প্রথম দেখায় ওকে ভালো লাগার পর পারিবারিক প্রস্তাব পাঠায়। তার পরবর্তী সাত মাসই আমাদের প্রেম। সেই সাত মাস কাতো যে বলেছি ভালোবাসার কথা।
আমি এখনও তাকে আগেরও চেয়েও অনেক ভালোবাসি। কিন্তু বলতে পারি না।

১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০১

সুখী মানুষ বলেছেন: হে হে হে.. বলার দরকার কী!
একদিন ভাবির হাতটা হাতে নিয়া বলবেন, বউ হাতের দিকে তাকায়ে কি কোন দিন বলছো যে হাত তোরে ভালোবাসি! ভাবি নিশ্চয়ই না বলবো, তখন বলবেন, ও এই জন্যই মনে হয় তোমারে কিছু বলা হয় না ;)

৩| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৫

নিরব জ্ঞানী বলেছেন: আর মাত্র ২৯ দিন পর আমিও অর্ধযুগ পার করবো। মাঝে মাঝে মনে হয় এই মহিলার সাথে কিভাবে এত বছর পার করলাম!!!

(বিদ্র: এই হিসাব বিয়ের দিন থেকে। বিয়ের আগে ৬-৭ বছর..... :`> )

১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪০

সুখী মানুষ বলেছেন: ঐ মহিলাও কি ভাই বাঘের থাবা দেয়?
ভাই বাঘের থাবা ছাড়া জীবন বড়ই পাইনসা। ভাবি আপনি এগিয়ে যান...

৪| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৩

অন্তঃপুরবাসিনী বলেছেন: আপনার ছোট্ট লেখা পড়েই বোঝা গেল আপনি সত্যিই সুখী মানুষ!! :)

১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৯

সুখী মানুষ বলেছেন: দুনিয়ার সবাই সুখিরে ভাই। দুঃখগুলারে পাত্তা না দিলেই হইলো...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.