নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

এখন থেকে এই বাঘের বাচ্চা তোর।

১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২৯

তিনি বললেন
- সোফাগুলাতো অনেক দিন হইলো, সোফা কিনতে হবে।
বললাম, কিনো। এমন করে আরো কী কী যেন বললেন। আমি সব কয়টাতেই সম্মতি জানাইলাম। ওমা! এতেও বিপদ! হুঙ্কার দিয়া কয়
- এমন ভাবে বলতেছো যেন কেনাকাটা করে সংসার ভাসায়ে দিছো! কী কী কিনছো বিয়ার পরে শুনি? খাট, সোফা ... সবতো বাপের বাড়ী থেকে নিয়া আসছি।

বললাম
- এতদিনেও বুঝো নাই, কেন না চাইলেও এতগুলা জিনিস দিয়া দিছে?
তিনি কোন উত্তর দিলেন না। ভ্রু কুঁচকে, হরিণীর মত কান খাড়া করে আছেন, উত্তরটা শোনার জন্য। বড় একটা শ্বাস নিলাম। শক্তি সঞ্চয় করলাম। বললাম
- বাঘের বাচ্চা পালা কোন বিষয় না। একটু যখন বড় হয়, থাবা দিতে শিখে, তখনই বিপদ। ঠিক এই সময়টাতে আমারে এতগুলা জিনিস ঘুষ দিয়া বুঝাইলো, বাবারে এখন থেকে এই বাঘের বাচ্চা তোর।

ছয় বছর হয়ে গেলো, থাবার উপরেই আছি।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩৪

বিজন রয় বলেছেন: হা হা সুখী মানুষের সুখী পোস্ট।

আমার ওখানে আপনার একটি মন্তব্য চেয়েছিলাম।
যদি আসতেন।

১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪০

সুখী মানুষ বলেছেন: আপনার কবিতাতো আমি পড়ি!
কিন্তু কবিতায় মন্তব্য করতে সাহস হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.