![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
স্বামীর টুকটাক চারিত্রিক দোষ নিয়েও বাঙ্গালী মেয়েরা ঘর করেন। তলেতলে কী পরিমান ঘিন্না মেয়েটা পুষে সংসার করে, এই খোঁজ কেউ রাখেনা। রান্না বান্না, পতিসেবা, পরিবার সেবা ঠিকই করতে হয়।
অথচ এই বৌটাই অবস্থার শিকার হয়ে যদি কনামাত্র দোষী হয়েই যায়, তখন স্বামী হয়ে যান চরম চরিত্রবান। ভোগতে হয় আবার সেই বেচারীকেই।
এর একমাত্র সমাধান হলো মেয়েদের আর্থিক স্বচ্ছলতা এবং সাসাজিক সুস্থতা। একটা মেয়ে যখন আর্থিকভাবে স্বচ্ছল হবে। এবং সমাজে নিজের মত করে সসম্মানে নিরাপদে থাকতে পারবে। তখনই সংসার দুইতরফাই সুখের হবে।
এতে পুরুষেরও লাভ। কারন তখন সে নিশ্চিৎ যে আমার বউ আমাকে ভালোবাসে বলেই আমার সাথে আছে। তার কোথাও যাবার জায়গা নাই বলে যে আছে, তা না।
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৭
সুখী মানুষ বলেছেন: নিজের জীবনেও তবে তাই করুন
মনে রাখবেন, আপনার বউ কিন্তু আপনার সন্তানের মা। আর মায়ের অপমান দুনিয়ার কেউ সহ্য করে না।
২| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৩৯
বিজন রয় বলেছেন: শুভ সকাল।
তবে তাই হোক।
প্রথম প্লাস।
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৮
সুখী মানুষ বলেছেন: আজ বাসায় গিয়ে ভাবি'র হাত ধরে বলবেন, মোর হাত ধরে তুমি নিয়ে চলো সখী, আমি যে পথ চিনি না...
৩| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩২
রিনি জুলিয়েট রোজারিও বলেছেন: ভাল বলেছেন। সামাজিকভাবে স্বচ্ছল নারীরাও ক্ষেত্র বিশেষে পুরুষ নির্যাতনের শিকার হন। এরকম উদাহরন ও কিন্তু ভুড়ি ভুড়ি এই সমাজে আছে।
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৪
সুখী মানুষ বলেছেন: এই শাস্তিটা গোপনে না, ওপেনলি হওয়া দরকার। কোন (কা)পুরুষ যেন কোনদিন নারীকে অসম্মান না করে। তবে হ্যাঁ ভুলে যদি হয়ে যায়, তবে ক্ষমা চাওযা সাপেক্ষে মাফ করা যেতে পারে। আমি নিজেও অনেক সময় বউয়ের সাথে সাউট করে ফেলি। অবশ্য তা নিজের লাভে না, বউয়ের ভালোর জন্যই। উদাহরণ দেই -
এদিন বউরে বল্লাম, যেহেতু তোমাদের বাসাতেই আছি। আমি আর আম্মু (আমার শাশুড়ি, আমার মা নাই ) মিলে প্রিয়'কে রাখবো। তুমি বরং দাঁতের ডাক্তারটা দেখায়ে আসো। কিন্তু না, সে যাবে না। কিন্তু না, সে যাবে না। একটু সাউট করেই জোর করলাম। পরে মনে হইলো, শশুরবাড়ীতে এমন করে বউকে ঝাড়া ঠিক না। মানুষতো আর পিছনের ঘটনাটা জানবে না। পরে সরিও বল্লাম।
৪| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪৬
রাসেদুল হায়দার বলেছেন: আমি আর্থিক নিরাপত্তার বিরোধী নয়। তবে ফ্যামিলি ফার্স্ট। আপনি যে মেয়েটার কথা বলছেন, যে তলে তলে ঘেন্না পুষে রাখে, তার আর্থিক সক্ষমতা থাকলে, হাজব্যান্ডের সাথে ডিভোর্স হবে, সুখী পরিবার নয়। অবশ্য ঘেন্না নিয়ে সংসার করা উচিতও নয়। তার জন্যে সেপারেট থাকাটাই বেটার হয়ত। মেয়েদের চাকরি করাটা কখনোই সম্মান প্রতিষ্ঠার মাধ্যম হতে পারে না। পরিসংখ্যান বলে, এটা আত্নসম্মানকে বরঞ্চ বিলুপ্ত করেছে। এজন্য সবচেয়ে জরুরি রাষ্ট্রীয় এবং সামাজিক নিরাপত্তা। যেটা আনফরটুনেটলি আমাদের নেই। হাজব্যান্ড এর সক্ষমতা থাকে সত্তেও বাইরে কাজ করতে চাওয়ার প্রবনতা বেশিরভাগ ক্ষেত্রেই, শুধুমাত্র দেখানোর জন্যে, আমিও পারি!!! হাজব্যান্ড এবং ওয়াইফ, একে অপরের সহযোগী, প্রতিযোগী নয়।
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪০
সুখী মানুষ বলেছেন: সেপারেট থাকতে গেলেই প্রথমে কথা আসে আর্থিক যোগান আছে কি না। কারন কোন মেয়েই সংসারের কষ্টের কথা বাপের বাড়ী জানাইতে চায় না। এমন কি বাপের বাড়ী কোন দিন ফেরতও যেতে চায় না। তাই তার কাছে টাকা থাকটা জরুরী। এরপর কথা হইলো, তার সামাজিক নিরাপত্তা আছে কি না।
টাকা যে বউয়ের চাকরী করেই ইনকাম করতে হবে তা তো না। পৈত্রীক ভাবেও পাইতে পারে, জামাইর কাছ থেকেও পাইতে পারে। তাই প্রত্যেকটা বাবা, স্বামীরই এইটা দায়িত্বের মধ্যে পড়ে যেন ভালো এমাউন্ট টাকা বউয়ের হাতে থাকে। আরে ভাই, আমি বিপদে পড়লে হুট করে হাসপাতালে বা অন্য জায়গায় যে বউটা ছুটপছুটি করবে, এই টাকাটাওতো অনেকে বউয়ের হাতে দিয়ে রাখে না!
৫| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৭
কলাবাগান১ বলেছেন: এই রাসেদুল হায়দার এর মত লোক দের কে দেখবেন নারী অধিকার আন্দোলনের অগ্রভাগে কিন্তু নিজের ঘরের নারীকে ফ্যামিলি ফার্স্টের ধোহাই দিয়ে ঘরে আটকে রাখবে
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৬
সুখী মানুষ বলেছেন: ভাই ব্যক্তিগত মতামতের বিরুদ্ধে কিছু না বলি। অনুরোধ করবো এইটাই, আপনি যদি ছেলে হয়ে থাকেন। বউকে এমনটাই সম্মান করবেন যেমনটা আপনার সন্তান আশা করবে তার মায়ের সাথে কেউ কিভাবে সম্মান দেখাবে।
৬| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫৪
আততায়ী আলতাইয়ার বলেছেন: কারন তখন সে নিশ্চিৎ যে আমার বউ আমাকে ভালোবাসে বলেই আমার সাথে আছে। তার কোথাও যাবার জায়গা নাই বলে যে আছে, তা না।
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৯
সুখী মানুষ বলেছেন: তাইতো হওয়া উচিৎ, নাকি? অসম্মান করতে গেলে যেন সবারই মনে থাকে যে আমার পাশের মানুষটা যে কোন সময় আমার কপালে লাত্থি দিয়ে চলে যেতে পারে। তবেই সম্মান ভিতর থেকে আসবে।
৭| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫৫
আততায়ী আলতাইয়ার বলেছেন: এজন্য সবচেয়ে জরুরি রাষ্ট্রীয় এবং সামাজিক নিরাপত্তা। যেটা আনফরটুনেটলি আমাদের নেই। হাজব্যান্ড এর সক্ষমতা থাকে সত্তেও বাইরে কাজ করতে চাওয়ার প্রবনতা বেশিরভাগ ক্ষেত্রেই, শুধুমাত্র দেখানোর জন্যে, আমিও পারি!!! হাজব্যান্ড এবং ওয়াইফ, একে অপরের সহযোগী, প্রতিযোগী নয়।
৮| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২৪
আরাফআহনাফ বলেছেন: " মেয়েদের চাকরি করাটা কখনোই সম্মান প্রতিষ্ঠার মাধ্যম হতে পারে না।" একথাটাই তো আপত্তির @রাসেদুল হায়দার ।
"এতে পুরুষেরও লাভ। কারন তখন সে নিশ্চিৎ যে আমার বউ আমাকে ভালোবাসে বলেই আমার সাথে আছে। তার কোথাও যাবার জায়গা নাই বলে যে আছে, তা না।" একদম সহমত।
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫২
সুখী মানুষ বলেছেন: সহমত।
চাকরী না করলে সে আর্থিক সাবলম্বী হবে কিভাবে?
সে আর দশটা পুরুষের সাথে না মিশলে বুঝবে কিভাবে আমিই যে তাকে সবচেয়ে ভালোবাসি, সবচেয়ে বেশী কেয়ার করি?
ভাই,
আমি পুরুষ হিসাবে অবশ্যই চাইনা, বউকে বন্দী রেখে ভালোবাসা পেতে। সে সবার সাথে মিশুক, সবার সাথে কম্পেয়ার করে তবেই আমাকে ভালোবাসুক। আর আমার ভালোবাসা, দায়িত্ববোধ যদি কোথাও কোন কমতি থাকে, তবে আমার চাইতে ভালো বেশী বেসে, আমার চাইতে বেশী দায়িত্ব নিয়ে কেউ পারলে তাকে নিয়ে যাক।
৯| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৫
আরাফআহনাফ বলেছেন: সহমত, সহমত, সহমত।
একটা ব্যাপার, তাকেও কিন্তু বুঝদার হতে হবে।
মনে রাখা দরকার, অকৃতজ্ঞতায় সকলি সর্বনাশ।
ভালো থাকবেন - শুভ কামনা।
১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৪
সুখী মানুষ বলেছেন: "অকৃতজ্ঞতায় সকলি সর্বনাশ" - দশ কথার এক কথা।
সহমত।
১০| ১৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:০২
গুলামে আজীজ বলেছেন: চমৎকার লিখেছেন ভাই। তবে আপনার কথায় এখনি একমত হওয়া উচিৎ হবে কিনা বুঝতে পারছিনা। কারণ শুভকাজটা বাকি রয়ে গেছে :-( আগে শুভকাজ সারি পরে একমত হওয়া যাবে :-)
শুভ কামনা, ভালো থাকবেন।
২১ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৬
সুখী মানুষ বলেছেন: শুভ কাজে দেরী করতে হয়নারে ভাই।
(আপনাদের সুখ সহ্য হয় না, তারাতারি বিয়া করেন মিয়া...)
©somewhere in net ltd.
১|
১৯ শে মার্চ, ২০১৬ সকাল ৮:০৬
সাগর মাঝি বলেছেন: দারুন লিখেছেন ভাই।