নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা এরে কয়...

১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৬

বউকে বললেন
- সবার সাথে মিশবা। এতে আমার কোন আপত্তি নাই। আমার চাইতে বেশী ভালো যদি কেউ তোমাকে বাসে, আমার চাইতে বেশী মমতা নিয়া যদি তোমার কেয়ার কেউ করে। তবে সে তোমারে নিয়া যাক, এতে আমার কোন দুঃখ নাই। আমি জানি, এইটা সম্ভব না।

কথাগুলা আমার স্কুলফ্রেন্ড সোমা'র হাজবেন্ড তাকে বলছিলো বিয়ের পরপর। ভাইয়ার অনুপ্রেরণায় সোমা বিয়ের পরেও পড়াশোনা করে, এ্যাডভোকেট হয়েছে। দুইটা পরীর মত মেয়ে নিয়ে সোমার সংসার। এবার যখন চিটাগাং গেলাম, তখন কলিগদেরকে নিয়ে বাসায় গিয়ে দেখে আসলাম সোমার সুখের সংসার।

এত বছরেও সোমার হাজবেন্ডের সাথে আমার দেখা হয় নাই। দেখা হইলে অবশ্যই পা ছুঁয়ে সালাম করে বলবো, ভাই এত বড় মন নিয়ে তো দেবতাও হয় না! আপনি তাহলে কে?

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৫

আরাফআহনাফ বলেছেন: "আমার চাইতে বেশী ভালো যদি কেউ তোমাকে বাসে, আমার চাইতে বেশী মমতা নিয়া যদি তোমার কেয়ার কেউ করে। তবে সে তোমারে নিয়া যাক, এতে আমার কোন দুঃখ নাই।" এইটাই সত্যি।

true love never end

১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৫

সুখী মানুষ বলেছেন: লোকটা কত সহজ করে সুন্দর একটা কথা বললো দেখছেন!

২| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৪

নুর ইসলাম রফিক বলেছেন: মিসেস সোমাকে ধন্যবাদ উনার স্বামীর ভালবাসার মর্যাদা রাখার জন্য।
আর উনার স্বামীকে কি বলবো?
অহে ঐ ভাইয়ার স্ত্রীর প্রতি পেরনা যেন আমাদের সমাজে সুশিক্ষা হয়ে বেঁচে থাকে চিরদিন।
আপনাকেও ধন্যবাদ জনাব সুখি মানুষ, সুখের ও সু শিক্ষার বাস্তব গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য।

৩| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২৭

বিদ্রোহী সিপাহী বলেছেন: নষ্ট সমাজের উল্টো স্রোতের কাহিনী বর্ণনার জন্য আপনাকে ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.