![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
এনিভার্সারিতে কেকের ছবি দেখলাম না যে! বন্ধু'র এই প্রশ্নটার কারনে "লেখবো কি লেখবোনা" টাইপ বিষয়টার নিষ্পত্তি হইলো। ভাবলাম, নাহ এইটা সিচুয়েশন ডিমান্ড করতেছে, লেখে ফেলি।
কেক আনতে যখন বের হই, তিনি বলে দিলেন - কেকের উপরে লেখবা 6 Years of togetherness। মনে মনে বল্লাম, রচনা হিসাবে কথাগুলা একটু ছোট হয়ে গেলো। তারপরেও "অবশ্যই" বলে বের হইলাম।
কেকের উপরে যে ছেলেটা নাম লেখে, সে দেখলাম একটু চিন্তিত। বললাম, ভাইগ্না পারবি তো? আধুনিক যুগের ছেলে, মহা স্মার্ট। বললো, মুখস্ততো আর লেখুম না, দেইখ্যা দেইখ্যা লেখুম, না পারার কী আছে! কেকের উপর লেখে প্যাক করে দিলো। কেমন যেন ভরাসা হইলোনা। বললাম, ভাইগ্না আমারে দেখাতো কী লেখছোস। আমতা আমতা করে দেখাইলো। সে লেখছে 6 ears o+ +ogc+hernc55 । বললাম, বাহ সুন্দর লেখছোস, এবার আরেকটা কেকে শুধু 6! লেখে দে। ভাবলাম, ছয় এর পর একটা আশ্চর্যবোধক চিহ্ন পড়তেই পারে। অর্ধযুগ গর্ধবও পার করে ফেলতে পারছি, চারটি খানেক কথা!
ছেলেটা মহা স্মার্ট। আশ্চর্যবোধক চিহ্নটাকে ডিজাইন করে উপরে একটা তীরের মত তেরচা দাগ দিয়ে দিলো। এইটা হয়ে গেলো 1 এর নীচে একটা ফোঁটা।
তিনি দেখলেন। শীতল গলায় বললেন 61 লেখলা কী মনে কইরা? বললাম 6 বছরতো এমনিতেই হইছে, আরো 1 টা মনের ইচ্ছা যোগ করে দিলাম যে 61 বছর পর্যন্ত এমন করে কেক কাটতে চাই এটলিষ্ট। কারন দর্শানোর উত্তর গ্রহনযোগ্য হইলো না। শুধু তাই না, এই কেকের ছবি তোলার পার্মিশনও পাওয়া গেলো না। তাই ষষ্ট বিবাহবার্ষিকীতে কোন কেকে'র ছবি নাই।
২| ২০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩১
বিদ্রোহী সিপাহী বলেছেন: সমব্যথী(!!!)
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৩
বিজন রয় বলেছেন: দারুন।