নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুখীমানুষ

সুখী মানুষ

সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।

সুখী মানুষ › বিস্তারিত পোস্টঃ

Do not wipe

২২ শে মার্চ, ২০১৬ সকাল ৮:২০


"Do not wipe" কথাটা আগে ব্লেডের গায়ে লেখা থাকতো। তখন বানান করে করে শব্দ উচ্চারণ কিছুটা পারি। কিন্তু ডিকশেনারী খুঁজে এর অর্থ বের করা শিখি নাই। এলাকার এক ইংরেজী বিশেষজ্ঞরে জিজ্ঞাসা করলাম
- কাকু ওয়াইপ মানে কী?
তিনি নিশ্চিন্তে বলে দিলেন, ওয়াইপ মানে হইলো স্ত্রী লোক। কিন্তু আমারতো হিসাব মিলে না! আমতা আমতা করে বললাম
- কাকু, ব্লেডের নীচে ডু নট ওয়াইপ লেখা থাকে কেন?

তিনি হাত থেকে ব্রেডের কাগজটা নিলেন। মনযোগ দিয়ে পড়লেন। তারপর বললেন
- ঠিকই আছে, বেলেড ইস্তিরি লোকের ব্যবহারের জন্য না।
তারপর হাত মুখে দিয়া নখের কোনা চাবাইতে চাবাইতে দুষ্টু একটা হাসি দিয়া বললেন
- আর কোন প্রশ্ন করবা না ভাতিজা। সব সময় সব প্রশ্ন করতে অয় না, কিছু প্রশ্নের উত্তর নিজে নিজে পাইবা মনে কইরা অপেক্ষায় থাকতে হয়।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ৮:২৭

সাগর মাঝি বলেছেন: হাঃ হাঃ হাঃ.....মজারে। কেউ আমারে মাইরালা.......।

২| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৩৪

সোহানখুলনা বলেছেন: হাঃ হাঃ হাঃ মোজালে বাবু

৩| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০৪

বিজন রয় বলেছেন: হা হা হা

মজা নিয়ে গেলাম।

৪| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০৭

মোঃ খুরশীদ আলম বলেছেন: লজ্জা পাইলেও শেখা ভাল । সুন্দর অভিজ্ঞতা ।

৫| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৫

কল্লোল পথিক বলেছেন:





বাহ!মজা পেলুম।

৬| ২২ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫৮

এএন অনু বলেছেন: বাহ! পড়ে বেশ মজা পেলাম।

৭| ২২ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৩

রাশেদ রাহাত বলেছেন: সুড়সুরি মুলক পোস্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.