![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যিকারের সুখীমানুষের সাথে আমার একটাই পার্থক্য, সুখীমানুষের গায়ের জামা ছিলো না, আমার আছে।
তনু হত্যার ইস্যুটা নিয়ে বলার আগে একটা প্রশ্ন করি। আচ্ছা বলেনতো স্বাধীনতা কারে কয়? একটু সহজ করে দেই। স্বাধীনতাকে কি নদীর সাথে তুলনা করা যায়? ইচ্ছামত কলকল করে বয়ে চললেন? অনেকটা তাই, স্বাধীনতা হইলো নদীর মত। তবে ঘটনা হইলো জায়গায় জায়গায় এই নদীতে ফারাক্কা বাঁধের মত বাঁধ দেওয়া থাকে।
আপনি স্বাধীন দেশের নাগরিক। সরকারের কোন ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে কিছু বলতে পারবেন? যে রাষ্ট্রের ভালো হবে ভেবে কথাটা বললেন সেই রাষ্ট্রই আপনাকে রাষ্ট্রদ্রোহের মামলায় জেলখানায় ঢুকাবে। যে বাহীনিগুলা আমাদের সুরক্ষার জন্য আছে, এই বাহিনীগুলার বিরুদ্ধে কিছু বলতে পারবেন? বলেই দেখেন না, ডিমের কতরকম ব্যবহার হইতে পারে তা টের পাবেন।
তনুকে রেপ করে খুন করা হইলো। কোথায়? সবচাইতে সুসজ্জিত একটা বাহিনীর এলাকায়। কোন মেইনষ্ট্রিম মিডিয়া কি পারছে এই নিয়া কিছু বলতে? খুব একটা পারে নাই, কারন স্বাধীনতার নদীতে বাঁধ পড়ে পড়ে শেষে এসে বলার মত স্বাধীনতা বলে কিছু থাকেনা।
স্বাধীনতার ঝান্ডা যাদের হাতে তারাও এই বিষয়ে চুপ। ধর্মের ঝান্ডা যাদের হাতে তারা অবশ্য চুপ না। তারা তনু হত্যাতে বেশ খুশি। চরিত্রহীন একটা মেয়ে, যে নাটক করে বেড়ায় তার পরিনতি এমনই হওযা উচিৎ। বিধর্মীর বানানো ফেসবুকটাই কেবল মানবতার কথাগুলা বয়ে বেড়াচ্ছে, তাও কবে বন্ধ করে দেওয়া হয় কে জানে!
এইসব রেপ, হত্যা'র ঘটনায় আমরা নিজেদের লাভেই প্রতিবাদ করি, বিচার চাই। লাভটা কেমন? শক্ত, দৃশ্যমান একটা বিচার হইলে আর কেউ এমন কাজ করতে সাহস পাবে না। তাহলেই কেবল নিজের আমার মা, বোন, মেয়ে, বন্ধুটাকে আর এমন নির্মম ভাগ্য বরণ করতে হবেনা। কিন্তু বিচার নিয়েও কোন কিছু বলা যাবে না, স্বাধীন দেশের নাগরিককে এই নিয়ে বলার স্বাধীনতাও দেওয়া হয় নাই।
আসলে আমরা স্বাধীন, ফাদিন কিছু না। আমরা ক্ষমতার হাতের পুতুল। তনুও একটা পুতুলই ছিলো। এমন পুতুল খামচায়ে ছিড়ে, আছড়ায়ে ভেঙ্গে ফেললে কিছু হয়না। বরং এই নিয়া কেউ মনের বেদনায় দুইটা কথা বললেই বিপদ। আইনের তখন হাজার ফাঁক তৈরী হয়ে যাবে। তনু মরে গিয়ে বেঁচে গেছে। এই নিয়া যারা কথা বলবে তারা কিন্তু ঐ ক্ষমতার হাত থেকে কিছুতেই বাঁচবে না।
স্বাধীন দেশের সরকার যে প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা দিতে হবে এমন কি কোন কথা আছে? কে জানে থাকলেও কাগজে হয়ত কোথাও লেখা আছে। তনুর মত যারা বেঁচে আছে তারা যেদিন নির্ভয়ে রাতে বিরাতে ইচ্ছামত সম্মানের সাথে ঘুরে বেড়াতে পারবে নিরাপত্তার সাথে। সেদিনই হয়ত আমরা স্বাধীন। মাইলস টু গো বিফোর উই আর ট্রুলি ফ্রিডম।
তনু হত্যার বিচার হোক এইটা চাই। এর চাইতেও বেশী করে চাই, তনু হত্যার বিচার যে পাগলগুলা চাইছে তারা যেন গুম, টুম হয়ে না যায়। তার সংখ্যাটা হয়ত এক তনুর চইতে অনেক বেশী হবে, এমন ভয় কেন জানি হচ্ছে।
©somewhere in net ltd.